নিজস্ব সংবাদদাতা: ভরপুর রহস্যের সন্ধান দিতে তৈরি পরিচালক অরফিউস মুখোটি। আসছে 'মুখোশে মানুষে খেলা'। এই ছবিতে মুখ্য তিন চরিত্রে অভিনয় করছেন সুব্রত দত্ত, প্রিয়াঙ্কা সরকার এবং জয়দীপ চক্রবর্তী। 'জয় সান্যাল' নামে এক ব্যবসায়ী, তাঁর শত্রুপক্ষের ষড়যন্ত্রে জড়িয়ে পড়েন এক খুনের মামলায়। কিন্তু রহস্যের জট খোলার সঙ্গে সঙ্গে তাঁর পরিচয় হয় নিজের জীবনের অন্ধকার দিকটার সঙ্গে।

 

 

প্রিয়াঙ্কার চরিত্রটি এই ছবিতে একজন কর্পোরেটে কর্মরতা মহিলার, নাম 'নন্দিনী'। সুব্রত দত্ত এই ছবিতে ধরা দেবেন 'মানিক সেন' নামে একজন তদন্তকারীর ভূমিকায়। এছাড়াও, এসিপি অলোক সান্যাল এই ছবিতে থাকছেন পুলিশ অফিসারের চরিত্রে। এদিকে, অভিনেতা জয়দীপ চক্রবর্তী ফিচার ফিল্মে ডেবিউ করছেন এই ছবির হাত ধরেই। সম্প্রতি, সামনে এল ছবির প্রথম পোস্টার। যেখানে সুব্রত দত্ত এবং প্রিয়াঙ্কা সরকারকে দেখা যাচ্ছে সাদা-কালোয়। তাঁদের এই বেরঙিন ছবি যেন গল্পের রহস্য আরও বাড়িয়েছে। 

 

 

'সাবিত্রী প্রোডাকশন' প্রযোজিত এই ছবির শুটিং শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কৌশিক ঘোষের সঙ্গীত পরিচালনায় এই ছবির জন্য একটি গান গেয়েছেন 'ক্যাকটাস'-এর পটা। বেশ কয়েকটি ফেস্টিভ্যাল ঘুরে চলতি বছর ফেব্রুয়ারিতে বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি।