তাঁদের নিয়ে বিতর্কের শেষ নেই। প্রেম থেকে দাম্পত্য, সংসার, নুসরত জাহান এবং যশ দাশগুপ্তকে বরাবরই ঘিরে থেকে হাজার প্রশ্ন। মাঝে শোনা গিয়েছিল, নায়ক-নায়িকার সম্পর্কের সুতোয় টান পড়েছে। ছাদ আলাদা হয়েছে দু’জনের। তবে সে সবকে তোয়াক্কা না করেই নিজেদের শর্তে বাঁচছেন তাঁরা। ১০ অক্টোবর যশের জন্মদিন। জীবনের নতুন বছরে পা রাখলেন নায়ক। তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন তাঁর মনের মানুষ।

যশের জন্য ইনস্টাগ্রামে মিষ্টি একটি পোস্ট করেছেন নুসরত। জীবনের একসঙ্গে কাটানো নানা মুহূর্তরা বন্দি সেখানে। দেশ-বিদেশ বেড়ানো থেকে সদ্যোজাত সন্তানকে কোলে নেওয়ার অনুভূতি, ভালবাসার মন্তাজে তোলা রইল সবই। যশের উদ্দেশ্যে নুসরত লিখলেন, ‘বিশ্বের সঙ্গে একসঙ্গে লড়াই করা থেকে শুরু করে… এখন একে অপরের সঙ্গেই লড়াই করছি (তবুও টিকে আছি)… পেট ফেটে হাসা থেকে শুরু করে… এখন একে অপরকে আঘাত দেওয়া, আমরা ঝুট-ঝামেলা করতে ওস্তাদ হয়ে গিয়েছি!! আমার ‘মাথাব্যথা’র প্রিয় কারণের জন্য… তোমার বিশেষ দিনে আমার একটাই কামনা— সুখ, শান্তি আর সাফল্যে ভরে উঠুক তোমার জীবন। শুভ জন্মদিন!  তুমি যেন আকাশ ছুঁয়ে তারারও ওপারে পৌঁছে যাও…’।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Nussrat Jahan (@nusratchirps)