তাঁদের নিয়ে বিতর্কের শেষ নেই। প্রেম থেকে দাম্পত্য, সংসার, নুসরত জাহান এবং যশ দাশগুপ্তকে বরাবরই ঘিরে থেকে হাজার প্রশ্ন। মাঝে শোনা গিয়েছিল, নায়ক-নায়িকার সম্পর্কের সুতোয় টান পড়েছে। ছাদ আলাদা হয়েছে দু’জনের। তবে সে সবকে তোয়াক্কা না করেই নিজেদের শর্তে বাঁচছেন তাঁরা। ১০ অক্টোবর যশের জন্মদিন। জীবনের নতুন বছরে পা রাখলেন নায়ক। তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন তাঁর মনের মানুষ।
যশের জন্য ইনস্টাগ্রামে মিষ্টি একটি পোস্ট করেছেন নুসরত। জীবনের একসঙ্গে কাটানো নানা মুহূর্তরা বন্দি সেখানে। দেশ-বিদেশ বেড়ানো থেকে সদ্যোজাত সন্তানকে কোলে নেওয়ার অনুভূতি, ভালবাসার মন্তাজে তোলা রইল সবই। যশের উদ্দেশ্যে নুসরত লিখলেন, ‘বিশ্বের সঙ্গে একসঙ্গে লড়াই করা থেকে শুরু করে… এখন একে অপরের সঙ্গেই লড়াই করছি (তবুও টিকে আছি)… পেট ফেটে হাসা থেকে শুরু করে… এখন একে অপরকে আঘাত দেওয়া, আমরা ঝুট-ঝামেলা করতে ওস্তাদ হয়ে গিয়েছি!! আমার ‘মাথাব্যথা’র প্রিয় কারণের জন্য… তোমার বিশেষ দিনে আমার একটাই কামনা— সুখ, শান্তি আর সাফল্যে ভরে উঠুক তোমার জীবন। শুভ জন্মদিন! তুমি যেন আকাশ ছুঁয়ে তারারও ওপারে পৌঁছে যাও…’।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Nussrat Jahan (@nusratchirps)
এমন আবেগঘন বার্তা পেয়ে চুপ থাকেননি যশও। তিনি লেখেন, ‘মনে হচ্ছে ঝুট-ঝামেলা আমাদের সত্যিই মানায়... তুমিই একমাত্র মানুষ যে আমাকে ‘মাথাব্যথা’ বলে ডেকে সেটাকেও মিষ্টি করে তুলতে পারো! এই পাগলাটে, অগোছালো, দারুণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ... চলো, একে অপরকে আরও ক’টা দিন সহ্য করে বেঁচে থাকি!’
কয়েক মাস আগের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছিলেন যশ এবং নুসরত। শুধু তাই নয়, নিজেদের সন্তানদের নিয়ে আলাদা শহরে সময় কাটিয়ে এসেছিলেন দু'জনেই। নুসরত গিয়েছিলেন বোনের সঙ্গে পাহাড়ে, সঙ্গে ঈশান। অন্য দিকে যশ গিয়েছিলেন সমুদ্রতটে, প্রথম পক্ষের ছেলেকে নিয়ে।
শোনা যাচ্ছিল, তাঁদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছিল। আর সেটাই নাকি মেনে নিতে পারছিলেন না নুসরত। তাই যশের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন নায়িকা। তবে যাবতীয় গুঞ্জনকে উড়িয়ে ফের প্রকাশ্যে ভালবাসার ইস্তেহার লিখছেন তাঁরা। নেটমাধ্যমে একে অপরের পোস্টে খুনসুটিও করতে দেখা যায় তাঁদের।
যশ-নুসরতের সম্পর্কের শুরুটা মসৃণ ছিল না মোটেই। নিখিল জৈনের সঙ্গে বিয়ে ভেঙে যশের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন নায়িকা। তা নিয়ে অগুনতি কটাক্ষ ধেয়ে আসে তাঁর দিকে। নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিতর্কের আগুনে ঘৃতাহুতি হয়। তাঁর অনাগত সন্তানের পিতৃপরিচয় নিয়েও ওঠে প্রশ্ন। তবে সেই সব বিতর্কে জল ঢেলে ছেলে এবং ভালবাসার মানুষকে নিয়ে সংসার সাজিয়েছেন নায়িকা।