২১ বছর আগে অনীস বাজমির কমেডি হিট ‘নো এন্ট্রি’ দর্শককে যেমন হাসিয়েছে, তার সিক্যুয়েল নিয়েও চলছে টানটান উত্তেজনা। অবশেষে সামনে এল বড় আপডেট—‘নো এন্ট্রি ২’ মুক্তি পেতে চলেছে ২০২৬-এর বড়দিনে। খবর, ছবির মূল ভূমিকায় থাকছেন বরুণ ধাওয়ান ও অর্জুন কাপুর। তবে তৃতীয় নায়কের খোঁজ এখনও চলছে। প্রথমে এই জায়গায় ছিলেন গায়ক-অভিনেতা দিলজিত দোসাঞ্জ, কিন্তু হঠাৎ করেই ছবি থেকে তিনি সরে দাঁড়িয়েছেন।

এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় নানান গুঞ্জন। কেউ বললেন, নাকি সৃজনশীল মতভেদের কারণে দিলজিত প্রজেক্ট ছাড়লেন। কেউ আবার আঙুল তুললেন তাঁর সাম্প্রতিক ছবি 'সর্দার জি ৩'-এ পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে কাস্ট করার দিকে। তবে সব জল্পনায় জল ঢাললেন প্রযোজক বনি কাপুর। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সাফ বললেন—“দিলজিতের সঙ্গে আমাদের বিদায় একেবারেই ভালবাসার। স্রেফ ডেট মেলেনি, তাই তিনি এই ছবি করতে পারছেন না। আশা করি শিগগিরই আমরা একসঙ্গে কোনও পাঞ্জাবি ছবি করব।”

আসলে দিলজিত এখন একেবারে সময়ের সঙ্কটে। একদিকে তাঁর বহুল প্রতীক্ষিত অরা ট্যুর (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে, ২৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর ২০২৫), অন্যদিকে একাধিক সিনেমার শুটিং—সব মিলিয়ে ‘নো এন্ট্রি ২’-এর শিডিউলের সঙ্গে কোনওভাবেই মেলেনি।

অন্যদিকে ছবির কনসেপ্ট নিয়েও মিলছে দারুণ চমক। সূত্র জানাচ্ছে, তিন নায়ককেই দেখা যাবে ডাবল রোলে! অর্থাৎ মজার সঙ্গে মিশবে বিভ্রান্তি, গণ্ডগোল, আর সেই পুরনো ‘নো এন্ট্রি’ স্টাইলের কাণ্ডকারখানা।

অনীস বাজমির কমেডি-টাচ, বনি কাপুরের প্রযোজনা, সঙ্গে বরুণ ও অর্জুনের জুটি—সব মিলিয়ে ছবিটি আগেই তৈরি করেছে উত্তেজনা। এখন একটাই প্রশ্ন—দিলজিতের জায়গায় কে হবেন তৃতীয় নায়ক? বলিউডে সেই জল্পনাই এখন চর্চার কেন্দ্র।


পাক তারকাদের নিয়ে ছবি তৈরি করায় দিলজিৎ দোসাঞ্জের উপর বেজায় চটেছেন দেশবাসী। এমনকী তাঁকে ‘দেশদ্রোহী’র তকমাও দেওয়া হয়েছে। ভারতে নিষিদ্ধ হয়েছিল দিলজিৎ-এর 'সর্দারজি ৩'। তবুও পাকিস্তানে মুক্তি পেয়েছে এই ছবি। এছাড়াও মুক্তি পেয়েছে আরও অন্যান্য দেশে। দিলজিতের ‘সর্দারজি ৩’ ছবিতে হানিয়া আমির, নাসির চিন্যোতি, ড্যানিয়েল খাওয়ার এবং সেলিম আলবেলার মতো একাধিক পাক মুলুকের তারকা রয়েছেন। পহেলগাঁও হামলার প্রেক্ষিতেই দিলজিতের কাণ্ডজ্ঞান নিয়ে ক্ষিপ্ত ওই ফিল্ম সংগঠন। একাধিক পাকিস্তানি শিল্পীকে কাস্ট করেই বিপাকে পড়েছেন দিলজিৎ। পাঞ্জাবি সুপারস্টারের সিনেমা ঘিরে আপত্তি তুলেছিল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া। পাক তারকাদের কাস্ট করায় পাশাপাশি নেটিজেনরাও দিলজিৎকে 'দেশদ্রোহী' বলে কটাক্ষ করেছিলেন। এবার সহ-অভিনেতার পাশে দাঁড়ালেন অভিনেত্রী বাণী কাপুর। মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেন, "এই ছবিটির শুটিং পহেলগাঁও হামলার অনেক আগেই হয়েছিল। ছবির সঙ্গে কমপক্ষে ১০০ জন টেকনিশিয়ান যুক্ত ছিলেন। এরপর যখন ছবি মুক্তির সময় এল তখন সবাই ক্ষেপে উঠলেন। কিন্তু এতে অভিনেতা বা প্রযোজকের কী করা উচিৎ? ছবি মুক্তি পাবে না? আমার তো মনে হয় এটা কোনও আইনশৃঙ্খলা লঙ্ঘনের মতো কাজ হয়নি।"