সংবাদ সংস্থা মুম্বই: নানা পটেকরকে নিয়ে সমাজমাধ্যমে শুরু হয়েছে হাসাহাসি। ট্রোলিং নয় কিন্তু, স্রেফ হাসাহাসি। নানার অপরাধ? তিনি বিরাট কোহলির চরম ভক্ত এবং এতটাই ভক্ত যে বিরাট যদি চটজলদি ২২ গজ থেকে বিদায় নেন, তাহলে একটি কাণ্ড করেন এই বর্ষীয়ান বলি-অভিনেতা। সেকথা সম্প্রতি কবুল করেছেন নানা নিজেই। এবং তা জানাজানি হতেই শুরু হয়েছে নেটিজেনদের পিছনে লাগা, টিটকিরি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নানা জানিয়েছিলেন তিনি ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির অন্ধ ভক্ত। বড্ড ভালবাসেন বিরাটের খেলা দেখতে এই বর্ষীয়ান অভিনেতা। নানা আরও জানিয়েছিলেন, যেদিন বিরাট জলদি আউট হয়ে মাঠ ছাড়েন সেদিন মনের দুঃখে খাওয়াদাওয়া করেন না তিনি! এতটাই আবেগপ্রবণ হয়ে যান তিনি। নানার কথায়, “খিদে মরে যায় আমার।”
বর্ডার-গাভাসকর সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসেও সকাল সকাল আউট হয়ে গিয়েছেন বিরাট। ৬৯ বলে মাত্র ১৭ রান স্কোরবোর্ডে যোগ করতে পেরেছিলেন বিরাট। এরপর থেকেই নানাকে হাসাহাসি শুরু করেছে নেটপাড়া। প্রশ্ন উঠেছে, “তাহলে কি নানা আজ খাবেন না মনের দুঃখে?' এক নেটিজেন লিখলেন, “নানার জন্য আজ খবর বন্ধ।” তবে মজা করার পাশাপাশি ক্রিকেটের প্রতি নানার প্যাশনে মুগ্ধও হয়েছে নেটপাড়ার একটি বড় অংশ।
