সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের চকচকে পর্দার আড়ালে নেপথ্যের গল্পটা যে কতটা নির্মম, তা ফের একবার সামনে আনলেন অভিনেতা নীল নিতিন মুকেশ । জনি গদ্দার দিয়ে কেরিয়ার শুরু করা এই অভিনেতা ‘নিউ ইয়র্ক’, ‘লফাঙ্গে পরিন্দে’, ‘প্রেম রতন ধন পাও’-র মতো বড় বড় সব প্রজেক্টে কাজ করেও নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি বলেই দাবি করলেন।
সম্প্রতি, একটি সাক্ষাৎকারে নীল বলেন, “ইন্ডাস্ট্রি আমাকে ঠিকমতো ব্যবহার করেনি। অনেক নায়ক ধারাবাহিকভাবে বক্স অফিসে ফ্লপ ছবি করেও ছবির পর ছবি পায়। আর আমি? কয়েকটা ছবি চলেনি বলেই লিখে দেওয়া হল—ওর কেরিয়ার শেষ!”
'নিউ ইয়র্ক' ছবির সাফল্য সত্ত্বেও কেন এই ছবির জন্য কোনও কৃতিত্ব পেলেন না নীল? অভিনেতার জবাব, “ ‘নিউ ইয়র্ক’ শুধু জন, ক্যাটরিনা বা আমার নয়। ওটা ইরফান খান, নওয়াজউদ্দিন সিদ্দিকিরও ছবি। সবাই পরিশ্রম করেছে। অথচ সাফল্য যখন আসে, কেবল বড় নামগুলোই কৃতিত্ব পায়।”
তিনি আরও যোগ করেন— “একটা ছবি চলল না মানেই গোটা টিমকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। এটা খুবই অনায্য। যাঁরা বড় নাম, তারা ১০টা ফ্লপ দিলেও ১১ নম্বরে আবার ১০০ কোটির হিরো হয়ে ফিরে আসে। আর আমরা দুটো ফ্লপ দিলেই বলা হয়, ‘তোমার কেরিয়ার শেষ!’ এটা কেমন বিচার?”
অভিনেতা আরও জানালেন, প্রশংসা পেলেও কাজ মেলে না! নীলের কথায়, “ছবিগুলো না চললেও আমার অভিনয়ের প্রশংসা হয়েছিল। কিন্তু মানুষ যেন খুশি হয়ে যায় কাউকে বাতিল করে দিতে পারলে। এটা একটা ভয়ানক প্রবণতা।”
