নিজস্ব সংবাদদাতা: অনুরাগীদের চমকে দিলেন তারকা দম্পতি নীল চট্টোপাধ্যায় এবং পৃথা চট্টোপাধ্যায়। সামাজিক মাধ্যমে সুখবর দিলেন অভিনেতা নীল। স্ত্রী পৃথা চট্টোপাধ্যায়ের বেবিবাম্পের ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়ে নীল জানালেন, বাবা-মা হয়েছেন তাঁরা। দম্পতি যে সন্তানের জন্ম দিতে চলেছেন তা জানতেন না অনেকেই। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর একেবারে সুখবর দিলেন নীল-পৃথা।

বর্তমানে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ এবং স্টার জলসার ‘তেঁতুল পাতা’ ধারাবাহিকে অভিনয় করছেন নীল চট্টোপাধ্যায়। স্ত্রী পৃথা বিয়ের পর কিছুদিনের বিরতিতে ছিলেন। কিন্তু ঠিক কেন পৃথা অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তা আগে জানা যায়নি। অবশেষে জানা গেল নেপথ্যের কারণ। অন্তঃসত্ত্বা ছিলেন বলেই কাজ থেকে সাময়িক ছুটি নিয়েছিলেন পৃথা।

কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী পৃথা চট্টোপাধ্যায়। অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে নীল লিখেছেন, “লক্ষ্মী এলো ঘরে, ব্লেসড উইথ বেবি গার্ল। ভালোবাসি তোমায় পৃথা।” এর আগে এই বিষয়টি কাউকেই জানতে দেননি নীল, সামাজিক মাধ্যমে সেইভাবে কোনও ছবিও পোস্ট করেননি দু’জন। কিন্তু সুখবর জানার পর থেকেই শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন টলি তারকারা। প্রসঙ্গত, ২০২১ সালে বিয়ে করেন নীল ও পৃথা। অবশেষে দুই থেকে তিন হলেন তাঁরা।