সংবাদসংস্থা মুম্বই: হিড়হিড় করে নেহা কক্করকে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ। কষ্টে কেঁদে ভাসাচ্ছেন নেহা কক্কর। তাঁর কেরিয়ার নাকি এবার শেষ! সম্প্রতি, এরকমই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। এক বিনিয়োগকারী প্ল্যাটফর্ম জনিত কেলেঙ্কারিতে গ্রেপ্তার গায়িকা! এমনটাই জানা যাচ্ছে ওই ভিডিওতে। 

 

 

আসলে পুরো বিষয়টাই নকল। অত্যাধুনিক প্রযুক্তিকে হাতিয়ার বানিয়ে নেহার এই নকল ছবি, ভিডিও তৈরি করা হয়েছে। এবং তা নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও যে শুধু মিথ্যে তথ্য ছড়িয়েছেন তা নয়, নেটিজেনদের কাছে নিজেদের বিশ্বাসযোগ্য করে তুলতে একটি নকল ডোমেন লিঙ্ক তৈরি করে নিয়েছেন। শুধু তাই নয়, কপিল শর্মা ও নেহা কক্করের এক নকল সাক্ষাৎকারও দেওয়া হয়েছে লিঙ্কটিতে। এছাড়াও অন্য মহিলার মুখ নেহার মুখ বসিয়ে তৈরি করা হয়েছে সেই গ্রেফতারির ভিডিও। যা দেখে রীতিমতো অবাক নেটপাড়া। 

 

 

ভিডিওর ক্যাপশনে লেখা, 'শেষ হয়ে গেল নেহা কক্করের কেরিয়ার।' এই ক্যাপশন আরও কৌতূহল বাড়িয়েছে নেট নাগরিকদের। এর আগে সলমন খান থেকে শাহরুখ খান, অমিতাভ বচ্চন থেকে রশ্মিকা মন্দানা সকলেই কম-বেশি ডিপফেকের শিকার হয়েছেন। তবে নেহা কক্করের এই ভিডিও যেন ছাপিয়ে গেল সবকিছু। যদিও এখনও পর্যন্ত নেহার পক্ক থেকে কোনও মন্তব্য আসেনি এই প্রতারণা নিয়ে।