বলিউডের অন্যতম আলোচিত প্রেম কাহিনির মধ্যে একটি হল দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুরের সম্পর্ক। একসময় এই জুটি একে অপরের প্রেমে পাগল ছিলেন। তবে হঠাৎ করেই সেই সম্পর্ক ভেঙে যায়। বহুদিন ধরেই আলোচনায় এসেছে যে, রণবীর দীপিকাকে প্রতারণা করেছিলেন, যার জেরেই তাঁদের বিচ্ছেদ ঘটে। আর ঠিক সেই সময়ই রণবীরের মা নীতু কাপুর ছেলের পক্ষে দাঁড়িয়ে প্রকাশ্যে কিছু মন্তব্য করেছিলেন, যা আবারও নতুন করে শিরোনামে এসেছে।

 

 

নীতু কাপুরের মতে, রণবীর তখন নিজেকে খুঁজছিলেন, মানসিকভাবে স্থিতিশীল ছিলেন না। তিনি এও জানিয়েছিলেন, সেই সময়ে রণবীর যেন নিজের মধ্যে ছিলেন না। নিজের ভিতরে চলা দ্বন্দ্ব সামলাতে পারছিলেন না। ফলে তাঁর ব্যক্তিগত জীবনে ভাঙন ধরেছিল। নীতু আরও জানান, দীপিকার সঙ্গে সম্পর্ক ভাঙার পর রণবীরের জীবনযাত্রায় এক ধরনের মোড় আসে। তিনি নিজের ভুল বুঝতে পারেন এবং নিজের দিকে বেশি মনোযোগ দিতে শুরু করেন।

 

 


দীপিকা-রণবীরের সম্পর্ক ভাঙার খবর একসময় জুটির অনুরাগীদের মনে প্রবল আলোড়ন তুলেছিল। দীপিকা সেই সময় খোলাখুলিভাবেই স্বীকার করেছিলেন যে, রণবীর তাঁকে প্রতারণা করেছিলেন। এই প্রতারণা থেকে বেরিয়ে আসা তাঁর জন্য সহজ ছিল না। তবে দীপিকা এই আঘাতকে নিজের শক্তিতে রূপান্তর করেন। পরবর্তীতে তিনি নিজের কেরিয়ারে একের পর এক বড় সফলতা এনে দেন এবং নিজেকে নতুন করে প্রতিষ্ঠিত করেন।


অন্যদিকে, রণবীরের ওপরও এই সম্পর্ক ভাঙার প্রভাব পড়ে। তবে মায়ের সমর্থন এবং পরিবারের পাশে থাকার কারণে তিনি ধীরে ধীরে নিজের ভারসাম্য ফিরে পান। নীতু কাপুরের বক্তব্য অনুযায়ী, রণবীর তখন খুবই অল্প বয়সী ছিলেন এবং জীবনের নানা প্রলোভন ও চাপ সামলাতে গিয়ে ভুল করেছিলেন। তার মা মনে করেন, সেই সময় রণবীরের এই সিদ্ধান্ত বা আচরণকে শুধুই প্রতারণা হিসেবে দেখা ঠিক নয়। বরং এটি ছিল তার মানসিক অবস্থার একটি প্রতিফলন।

 

 

আরও পড়ুন: 'কিচ্ছু করিনি বলে এতদিন চুপ করে ছিলাম,' ৬০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ প্রসঙ্গে আর কী সাফাই দিলেন রাজ কুন্দ্রা?

 


এই ঘটনার বহু বছর পেরিয়ে গেলেও আজও তা অনুরাগীদের মধ্যে আলোচনার জন্ম দেয়। দীপিকা এখন রণবীর সিংয়ের সঙ্গে সুখী সংসার করছেন। এক বছর আগে ‌তাঁদের কোল আলো করে এসেছে কন্যা সন্তান দুয়া। আর রণবীর কাপুর আলিয়া ভাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আগেই।‌ তাঁদের মেয়ে ছোট্ট রাহাকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন তারকা জুটি। কিন্তু অতীতের সেই অধ্যায় বারবার সামনে চলে আসে, বিশেষ করে যখন পুরোনো সাক্ষাৎকার বা মন্তব্যগুলো আবারও নতুন করে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 


নীতু কাপুরের বক্তব্য মূলত ছেলের প্রতি একজন মায়ের নিঃশর্ত সমর্থনের প্রতিচ্ছবি। তিনি স্বীকার করেছিলেন যে, রণবীরের জন্য সম্পর্ক ভাঙা প্রয়োজন ছিল। কারণ সে সময় তার নিজের ভেতরে যে লড়াই চলছিল, তা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় ছিল এই বিচ্ছেদ। নীতুর এই মন্তব্য অনেকের কাছে রণবীরকে সাফাই দেওয়ার মতো মনে হলেও, তিনি এটিই বোঝাতে চেয়েছিলেন যে, তার ছেলে তখনও পরিণত ছিল না এবং জীবনের কঠিন সিদ্ধান্ত সামলাতে শিখছিল।

 


এক্ষেত্রে বলাই যায়, দীপিকা-রণবীরের সম্পর্কের ভাঙন বলিউড ইতিহাসের একটি বড় অধ্যায় হলেও, সেটি উভয়ের জীবনেই গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে উঠেছিল। দীপিকা নিজের দৃঢ়তা এবং প্রতিভার মাধ্যমে কেরিয়ারে শীর্ষে পৌঁছন, আর রণবীর ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নেন। আর নীতু কাপুরের সেই সময়কার মন্তব্য আজও স্মরণ করিয়ে দেয়, একজন মা সব সময়ই ছেলের পাশে থাকেন, তার ভুলের মধ্যেও তাকে সমর্থন দিতে দ্বিধা করেন না।