সংবাদ সংস্থা, মুম্বই: কখনও তাঁর অভিনয়, আবার কখনও ব্যক্তিগত জীবন। অভিনেতা রণবীর কাপুরকে নিয়ে চর্চার শেষ নেই। যদিও প্রচারে খুব একটা থাকতে পছন্দ করেন না তিনি। তাই তো আর পাঁচজন তারকার যেখানে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীর সংখ্যা উপচে পড়ছে, সেখানে রণবীরের কোনও অ্যাকাউন্টই নেই। তবে গোপন অ্যাকাউন্ট থেকে নজরদারি চালান অভিনেতা। ছেলের জন্মদিনে তাঁর বেনামের অ্যাকাউন্ট ফাঁস করলেন মা নীতু কাপুর।
শনিবার ২৮ সেপ্টেম্বর ৪২ বছরে পা দিলেন রণবীর কাপুর। এদিন ইনস্টাগ্রামে জন্মদিনে ছেলেকে শুভেচ্ছা জানান নীতু। সেখানেই একটি অ্যাকাউন্টকে ট্যাগ করেন তিনি। কিন্তু রণবীরের তো অ্যাকাউন্ট নেই। তাহলে? দেখা গেছে, নীতু যে অ্যাকাউন্টে ট্যাগ করেছেন সেটি হল ‘ARKS’ অর্থাৎ যার বাংলা করলে হয় ‘আরকেস’। টিনসেল টাউনে রণবীর ‘আরকে’ নামে পরিচিত। তাই এটি তাঁর অ্যাকাউন্ট বলেই মনে করছেন নেটাগরিকরা। আসলে রণবীরের কোনও গোপন অ্যাকাউন্ট আছে কিনা, তা নিয়ে বহু দিন ধরেই অনুরাগীদের কৌতূহলের ছিল। তবে কি এবার সেই গোপন তথ্যই ফাঁস করে দিলেন নীতু কপুর। দেখা গেছে, আলিয়া ভাটও সেই অ্যাকাউন্ট ফলো করেন।
তাহলে গোটা বিষয়টা একটু খোলসা করে বলা যাক। আসলে আরকেস রণবীরের গোপন অ্যাকাউন্ট নয়। তাঁর জুতোর ব্র্যান্ডের নাম। সম্প্রতি উদ্যোগপতি হিসেবে নিজের জুতোর ব্র্যান্ড বাজারে এনেছেন অভিনেতা। আর তার জন্যই জন্মদিনে ছেলের জীবনের নতুন যাত্রায় শুভকামনা জানিয়েছেন মা নীতু কাপুর। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করে বর্ষীয়ান অভিনেত্রী লেখেন, 'ছেলে, ভাই, স্বামী, বাবা ও এবার কর্ণধার। নতুন ভূমিকায় জন্মদিন কাটুক আরও বিশেষ ভাবে।'
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্যবসায় নিয়োগ করতে দেখা যায় তারকাদের। পোশাক বা অ্যাকসেসরিজের ব্র্যান্ড রয়েছে অনেক অভিনেতা-অভিনেত্রীর। সেই তালিকায় এবার নাম জুড়ল আর কে-র। নীতু কাপুর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মাঠে শুয়ে রয়েছে রণবীর। আঙুল দিয়ে আকাশের গায়ে তিনি এঁকে দিচ্ছেন নিজের ব্র্যান্ডের নাম। এটি যে জুতোর ব্র্যান্ড, লোগো দেখে তা বোঝা না গেলেও, বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, একটি স্নিকারের ব্র্যান্ড নিয়ে হাজির হতে চলেছেন ঋষি কাপুরের ছেলে।
