টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?
নাজেহাল নীলম
অভিনেত্রী নীলম কোঠারি সম্প্রতি টরন্টো থেকে মুম্বই ফেরার পথে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি অভিযোগ করেছেন, নির্ধারিত সময়ের প্রায় ন’ঘণ্টা পর শুরু হয় ওই বিমানযাত্রা এবং খাবার পরিবেশন করার কিছুক্ষণ পরেই তিনি অজ্ঞান হয়ে পড়েন।
নীলম জানিয়েছেন যে, বিমানে অসুস্থ হয়ে পড়লেও তিনি যথাযথ চিকিৎসা সহায়তা কিংবা নজরদারি পাননি। সেই কারণে তিনি প্রকাশ্যে এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি এক্স-এ (পূর্বে টুইটার) লিখেছেন, ‘টরন্টো থেকে মুম্বই যাওয়ার ফ্লাইট শুধু ন’ঘণ্টা দেরি করল তা-ই নয়, মাঝ-আকাশে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ি এবং খাবার দেওয়ার পরেই জ্ঞান হারাই। একজন যাত্রী আমাকে আমার আসনে ফিরতে সাহায্য করলেও, ক্রুর পক্ষ থেকে কোনও ধরনের খোঁজখবর নেওয়া হয়নি।’

আরও জানিয়ে নীলম লিখেছেন, ‘ঘটনার পর আমি কাস্টোমার কেয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনও সাড়া পাইনি। এমন আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়। অনুগ্রহ করে বিষয়টি জরুরি ভিত্তিতে দেখুন।’
এক সময় বড় পর্দায় একাধিক সফল ছবিতে অভিনয় করেছেন নীলম। মাঝে বেশ কিছু বছর আলোকবৃত্তের বাইরে থাকার পর ‘ফ্যাবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’-এর মাধ্যমে পর্দায় ফেরেন।
প্রিয়াঙ্কার ঘর ওয়াপসি
বেশ কয়েক বছর পর ভারতীয় ছবিতে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘বারাণসী’ মুক্তি পাবে ২০২৭-এ। তবে তার আগে জনপ্রিয় কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-র চতুর্থ সিজনে বিশেষ অতিথি হিসাবে থাকছেন তিনি। ইতিমধ্যেই মুম্বইয়ে এসে পৌঁছেছেন শুটিংয়ের জন্য।
বুধবার ইনস্টাগ্রামে বিমান-যাত্রার একটি সেলফি শেয়ার করে কপিল শর্মাকে ট্যাগ করে প্রিয়াঙ্কা লিখলেন, ‘রেডি থেকো।’ এই পোস্টেই এক প্রকার নিশ্চিত হয়ে যায় যে, তিনি আগামী সিজনে অতিথি হিসাবে হাজির হচ্ছেন। এরপর তিনি আরও একটি ভিডিও শেয়ার করেন, যেখানে ট্যাক্সিতে বসে মুম্বইয়ের হাওয়া উপভোগ করতে দেখা যায় তাঁকে। ক্যাপশনে লিখেছেন, ‘মুম্বই মেরি জান।’ যেন শহরে ফেরার আনন্দেই মুগ্ধ তিনি।
কপিলের শোয়ের তৃতীয় সিজন শেষ হয়েছিল সেপ্টেম্বরে। শেষ পর্বে অতিথি ছিলেন অক্ষয় কুমার। মাত্র দু’মাসের ব্যবধানে কপিল নতুন সিজন ঘোষণা করেছেন। এবং প্রথম দিনের শুটিং থেকেও ছবি প্রকাশ করেছেন। পাশাপাশি কপিল তাঁর আগামী ছবি ‘কিস কিসকো প্যায়ার করুঁ ২’-এর প্রচারেও ব্যস্ত। ছবিতে কপিলের সঙ্গে আছেন হীরা ওয়ারিনা, পারুল গুলাটি, আয়েশা খান, মনজ্যোত সিং এবং ত্রিধা চৌধুরী। আগামী ১২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
এমটিভি-র বিদায়ঘণ্টা
বছর শেষ হওয়ার আগেই এমটিভি মিউজিক চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ হয়ে যাচ্ছে। সারা বিশ্বে পপ সংস্কৃতির ধারা বদলে দেওয়ার ক্ষেত্রে যে নেটওয়ার্কের ভূমিকা একসময় দৃষ্টান্ত হয়ে উঠেছিল, সেই অধ্যায়ই যেন এবার শেষ হতে চলেছে।
জানা গিয়েছে, ইউরোপের বেশ কয়েকটি দেশে এমটিভি মিউজিক, এমটিভি হিটস এবং আট-নয়ের দশকের মিউজিক ব্লক সম্প্রচার আগামী কয়েক মাসের মধ্যেই বন্ধ করে দেবে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে প্যারামাউন্টের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ডের পাশাপাশি অস্ট্রেলিয়া এবং ব্রাজিলেও একই সিদ্ধান্ত কার্যকর হবে।
এমটিভির প্রাক্তন ভিডিও জকি থেকে শুরু করে বহু দর্শকই এই পদক্ষেপকে ‘এক যুগের অবসান’ হিসাবে বর্ণনা করছেন। তবে বিশেষজ্ঞদের মতে, বর্তমান প্রজন্মের চাহিদার সামনে পুরনো ধাঁচের সম্প্রচার মডেল আর টিকিয়ে রাখা সম্ভব নয়। সেই কারণেই এই সিদ্ধান্ত প্রায় অনিবার্য হয়ে পড়েছিল।
