‘কেজিএফ’ ছবিখ্যাত দক্ষিণী তারকা যশের বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক: আ ফেয়ারিটেইল ফর গ্রোন আপস’-এ হাজির হলেন নয়নতারা। বুধবার মুক্তি পাওয়া ছবিতে অভিনেত্রীর ফার্স্ট লুক পোস্টার যেন বিদ্যুতের ঝলক! রাজকীয় ক্যাসিনোর দুয়ারে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা নয়নতারা, চোখেমুখে আত্মবিশ্বাস, চারপাশের আবহ যেন তাঁর নিয়ন্ত্রণেই, এমনই তাঁর ব্যক্তিত্বের দাপট! ‘গঙ্গা’ নামের এই চরিত্রকে প্রথম দেখাতেই অপ্রতিরোধ্য, শক্তিশালী, ভয়হীন এক নারী যোদ্ধা হিসেবেই প্রতিষ্ঠা করে দিল ছবির এই পোস্টার।
২০২৬ সালের অন্যতম বড় রিলিজ হিসেবে গণ্য করা হচ্ছে ‘টক্সিক’-কে। ছবিমুক্তির দিনও জানিয়ে দিল নির্মাতারা, ১৯ মার্চ, ২০২৬। আর তার আগেই এই পোস্টার যেন উষ্ণতা ছড়িয়ে দিল গোটা ইন্ডাস্ট্রিতে। পরিচালক গীতু মোহনদাস স্পষ্ট জানালেন, নয়নতারাকে তিনি শুধুই একজন তারকা হিসেবে ব্যবহার করেননি, বরং নতুন করে আবিষ্কার করেছেন। তাঁর ভাষায়, “আমরা সবাই জানি নয়নতারার অসাধারণ কেরিয়ার ও উপস্থিতির কথা। কিন্তু ‘টক্সিক’-এ তিনি এমন এক বিস্ফোরণ পর্দায় ঘটাবেন, যা আগে কেউ দেখেননি। তিনি অভিনয় করেননি, বরং চরিত্রের সঙ্গে নিজের আত্মাকে মিশিয়ে দিয়েছেন। গঙ্গাকে খুঁজতে গিয়ে আমিও পেয়ে গেলাম এক প্রিয় বন্ধুকে।”
‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর পর এই ছবি-ইযশের সবচেয়ে বড় বাজি। ফলে প্রত্যাশা আকাশছোঁয়া। ছবিতে যশ ছাড়াও রয়েছেন কিয়ারা আদবানি (নাদিয়া) ও হুমা কুরেশি (এলিজাবেথ)।
এই প্রজেক্ট কন্নড় ও ইংরেজিতে শুট হয়েছে। সঙ্গে থাকছে হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালমসহ আরও একাধিক আঞ্চলিক ভাষায় ডাব সংস্করণ। প্রযুক্তিগত দিক থেকেও ছবিটি একেবারে ‘মেগা-স্কেল’। সিনেমাটোগ্রাফিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত রাজীব রবি, সঙ্গীতে রবি বসরুর, এডিটিং-এ উজ্বল কুলকার্নি, আর প্রোডাকশন ডিজাইনে টিপি আবিদ।
ছবির অ্যাকশনে আরও বড় ধাক্কা! হলিউডের জেজে পেরির পাশাপাশি থাকছেন আনবারিভ জুটি এবং কেচা খামফাকডি। প্রযোজনায় কেভিএন প্রোডাকশনস এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশনস, প্রযোজনায় ইয়াশ নিজেও। সব মিলিয়ে একটাই কথা, ‘টক্সিক’ শুধু ছবি নয়, যেন বিস্ফোরণের আগে নিস্তব্ধতা। আর নয়নতারার ‘গঙ্গা’ সেই বিস্ফোরণের প্রথম বজ্রপাত!
