‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘স্যাক্রেড গেমস’, ‘রমন রাঘব ২.০’। একের পর এক গা-ছমছমে, বাস্তব ছোঁয়ায় ভরা চরিত্রে সাবলীল অভিনয় করে দর্শককে চমকে দিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তবে এবার সম্পূর্ণ অন্য মেজাজে তাঁকে দেখা যাবে তাঁকে। এক ভৌতিক-রসিক দুনিয়ায়।  আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দান্না-র সঙ্গে নতুন হরর-কমেডি ‘থামা’-য়। তবে এই ছবির জন্য নওয়াজের উত্তেজনার কারণ শুধুই গল্প নয়। তিনি জানিয়েছেন, “এই প্রথম আমার বাচ্চারা আমার কোনও সিনেমা দেখতে পারবে!”

সম্প্রতি, দেওয়া সাক্ষাৎকারে নওয়াজ বললেন, “ ‘থামা’ আমার জন্য বিশেষ ছবি, কারণ এই দুনিয়াটা একসময় শুধু গল্পেই পড়েছি। এই ছবিটা সেই দুনিয়াকে জীবন্ত করেছে। আর আমি যে ধরনের সিনেমা করি, তাতে আমার বাচ্চারা (মেয়ে শোরা ও ছেলে ইয়ানি) কখনও দেখতে পারে না। কিন্তু এই ছবিটা ওদের জন্য একেবারে যথাযথ।  ওরা এই প্রথমবার আমার ছবি দেখতে পারবে!” হাসতে হাসতে মন্তব্য ৫১ বছরের এই অভিনেতার।

 

আরও পড়ুন: কথায় কথায় মারধর, তাই অনুরাগ কাশ্যপের সঙ্গে সম্পর্ক শেষ? সলমন-শাহরুখের পর এবার দাদাকে নিয়েও বিস্ফোরক ‘দবং’ পরিচালক!

 

‘থামা’ হল দীনেশ ভিজনের ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সের নতুন অধ্যায়, যেই দুনিয়ায় আগেই ছিল ‘স্ত্রী’, ‘ভেড়িয়া’ ও ‘মুঞ্জ্যা’। এই ফ্র্যাঞ্চাইজি এখন বলিউডের অন্যতম সফল ঘরানা হয়ে উঠেছে। নওয়াজ বলেন, “স্ত্রী থেকে মুঞ্জ্যা পর্যন্ত এই ইউনিভার্সে এমন সব প্রতিভাবান অভিনেতা একসঙ্গে কাজ করছেন যা আগে হরর ঘরানায় কখনও দেখা যায়নি। এত বড় অভিনেতাদের এক ফ্রেমে পাওয়া সত্যিই অসাধারণ।”

ছবিতে নওয়াজের পাশাপাশি আছেন আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দানা। তিনজনই একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা ঘরানার অভিনেতা। এই ত্রয়ীকে নিয়েই এখন বলিউডে চর্চা তুঙ্গে।

অন্যদিকে, আয়ুষ্মান এক সাক্ষাৎকারে বলেন, থামা যদিও ভ্যাম্পায়ার দুনিয়াকে কেন্দ্র করে, কিন্তু এটি একেবারে মশলাদার ছবি, মানে আরও বেশি বিনোদনমুখী। তিনি বলেন, “আমাদের ছবিটা ভয়ের সঙ্গে কমেডিতে ঠাসা। আমি ‘লোকাহ’ ছবিটা দেখেছি, দারুণ লেগেছে, কিন্তু থামা পুরো আলাদা। আমাদের গল্পের পরিস্থিতি, চরিত্র-সবই আলাদা। তাই এই দুই ছবির তুলনা করা ঠিক হবে না।”
ছবির প্রযোজক দীনেশ ভিজন জানিয়েছেন তিনি ‘লোকাহ’ দেখেননি, শুনেছেন ছবিটি ‘অসাধারণ’। তবে তাঁর কথায়, “ পুরাণ ও লোকগাথার গভীরে থামা-র গল্পের শিকড়। সেটাই এই ছবির আসল আলাদা স্বাদ।”