'ও রোমিও' ছবির ট্রেলার লঞ্চ ইভেন্টকে ঘিরে যেন বিপত্তি কাটছেই না। এর আগে ছবির অভিনেতাদের নিরাপত্তার কথা ভেবে প্রাথমিক ভাবে যে দিন নির্ধারণ করা হয়েছিল ট্রেলার লঞ্চের সেটা বাতিল করে দেওয়া হয়। এবার ট্রেলার লঞ্চের ইভেন্ট ছেড়ে হঠাৎই বেরিয়ে গেলেন নানা পটেকর। কিন্তু কী হয়েছে?
এদিন 'ও রোমিও' ছবিটির ট্রেলার লঞ্চ হওয়ার কথা ছিল। সেই মতো ভেন্যুতে সঠিক সময় চলে আসেন নানা পটেকর। অন্যদিকে সময় পেরিয়ে গেলেও দেখা মেলে না শাহিদ কাপুরের। অনুষ্ঠানের জায়গায় প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করেন সময়ে বরাবর 'পাংচুয়াল' নানা পাটেকর। তবুও যখন শাহিদ কাপুর আসেন না, ইভেন্ট শুরু হতে দেরি হয় তখন রাগ করে ট্রেলার লঞ্চ না করেই সেখান থেকে চলে যান অভিনেতা।
এই দেরি হওয়ার দোষে কেবল শাহিদ কাপুর দোষী নন। তালিকায় আছে তৃপ্তি দিমরির নামও। অর্থাৎ ছবির দুই মুখ্য অভিনেতার কেউই নির্ধারিত সময়ে আসেননি।
এদিন ঠিক বেলা ১২টা নাগাদ ভেন্যুতে চলে আসেন বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর। কিন্তু শাহিদ কাপুর এবং তৃপ্তি আসেন না। এরপর অভিনেতা দেড় ঘণ্টা অপেক্ষা করেন। তখন দেড়টা নাগাদ প্রথমে ছবির পোস্টার উন্মোচিত হয়। এতক্ষণ ধৈর্য ধরে চুপচাপ বসে ছিলেন নানা। সেই সময়ও যখন পর্দার 'রোমিও'র দেখা মেলে না, তখন তিনি ট্রেলার লঞ্চের অপেক্ষা না করেই চলে যান। স্বাভাবিক ভাবেই তিনি গোটা ঘটনায় বিরক্ত ছিলেন।
এই ঘটনার পর শাহিদ কাপুর প্রতিক্রিয়া না দিলেও বিশাল ভরদ্বাজ মুখ খুলেছেন। জানিয়েছেন তাঁদের খারাপ লাগেনি নানার এই আচরণে। কারণে তাঁর এই সময়ানুবর্তিতাই তাঁকে নানা পটেকর বানিয়েছে। তিনি জানিয়েছেন এদিন দেরি হয়েছে আয়োজকদের কারণে। সেই জন্যই বর্ষীয়ান অভিনেতাকে দেড় ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।
'ও রোমিও' ছবিটি প্রসঙ্গে বলতে গেলে এই ছবিতে বম্বের এক কুখ্যাত ডন এবং তাঁর প্রেমিকার কথা তুলে ধরা হবে। ছবির নির্মাতাদের তরফে আনুষ্ঠানিক ভাবে না জানালেও মনে করা হচ্ছে এই ছবিটি হুসেন উস্তারা, অর্থাৎ দাউদ ইব্রাহিমের বিপক্ষ দলের ডনের উপর বানানো হয়েছে। এখানে মুখ্য ভূমিকায় রয়েছেন শাহিদ কাপুর। তাঁর প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি। আগামী ১৩ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে'র ঠিক আগের দিন মুক্তি পাবে এই ছবিটি।
