অভিনেত্রী ম্রুণাল ঠাকুর অবশেষে নিজেকে নিয়ে চলা প্রেমের গুঞ্জন নিয়ে প্রতিক্রিয়া জানালেন—তবে একেবারেই হাস্যরসের ছলে। ক্রিকেটার শ্রেয়স আইয়ার এবং অভিনেতা ধনুষকে ঘিরে চলা নানা জল্পনার মাঝে সরাসরি কোনও ব্যাখ্যা না দিয়ে, রবিবার ইনস্টাগ্রামে এক মজার ভিডিও শেয়ার করলেন তিনি।
ভিডিওয় দেখা যায়, ম্রুণাল আরাম করে বসে আছেন, আর তাঁর মা মাথায় তেল দিয়ে ম্যাসাজ দিচ্ছেন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “ওরা বলে, আমরা হাসি। পুনশ্চ: গুঞ্জন মানে বিনা মূল্যে জনসংযোগ, আর আমি বিনা মূল্যের জিনিস ভালবাসি!” তিনি যদিও কারও নাম উল্লেখ করেননি, সময়ের সঙ্গে মিলিয়ে দেখলে বোঝাই যায় যে সাম্প্রতিক জল্পনাগুলির দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
সামাজিক মাধ্যমে গত কয়েক সপ্তাহ ধরেই ম্রুণালের সঙ্গে শ্রেয়স আইয়ারের নাম জড়িয়ে নানা পোস্ট ভাইরাল হয়েছে। রেডিট-এ শুরু হওয়া আলোচনা ধীরে ধীরে অন্যান্য প্ল্যাটফর্মেও ছড়িয়ে পড়ে।
এর আগেই ম্রুণালের সঙ্গে ধনুষের নাম নিয়েও সমানভাবে গুজব ছড়িয়েছিল। ‘সন অফ সারদার ২’এর প্রিমিয়ারে তাঁদের একসঙ্গে উপস্থিতি সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছিল। ধনুষ এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ম্রুণালের সোশ্যাল মিডিয়া ইন্টারঅ্যাকশনও নেটিজেনদের নজরে আসে।
এখনও পর্যন্ত ম্রুণাল বা তাঁর টিমের কেউ এই গুঞ্জন নিয়ে মুখ খোলেননি। তবে অভিনেত্রীর নতুন পোস্ট থেকে স্পষ্ট—ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে নারাজ তিনি। বরং হাস্যরসেই জবাব দিতে চান।
ম্রুণালকে শেষ দেখা গিয়েছে ‘সন অফ সর্দার ২’-তে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন অজয় দেবগণ, রবি কিষণ এবং সঞ্জয় মিশ্রের মতো তারকারা। সামনে রয়েছে ‘দো দিওয়াানে শহর মে’। ছবিটি পরিচালনা করেছেন রবি উদ্যাবা। ম্রুণালের বিপরীতে রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী। ছবিটি প্রযোজনা করছে সঞ্জয় লীলা বনশালী, প্রেমা সিং, উমেশ কুমার বনশল এবং ভারত কুমার রঙ্গা। রোমান্টিক এই ড্রামাটি মুক্তি পাওয়ার কথা ২০২৬-এর ২০ ফেব্রুয়ারি।
সাম্প্রতিক সময়ে দু’জন পুরুষের সঙ্গে নাম জড়ালেও ম্রুণাল ঠাকুর বরাবরই জানিয়ে দিয়েছেন যে ব্যক্তিগত জীবন নিয়ে অযথা গুঞ্জন বা অনুমান তাঁকে বিচলিত করে না। বরং তিনি নিজের কাজেই মনোযোগী থাকতে চান এবং অমূলক জল্পনাকে গুরুত্ব দেওয়াকে সময়ের অপচয় মনে করেন। যেভাবে হাস্যরসের মাধ্যমে তিনি পরিস্থিতি সামলেছেন, তাতে স্পষ্ট—ম্রুণাল নিজের অবস্থানে অনড় এবং অনর্থক বিতর্ককে জীবনের পথে বাধা হতে দিতে রাজি নন। তিনি বাঁচেন নিজের ছন্দে।
