গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে ভাইরাল হয়েছে অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের এক পুরনো সাক্ষাৎকারের ভিডিও। সেখানে ম্রুণালকে শোনা যায় বলতে—“তুমি কি এমন মেয়েকে বিয়ে করবে, যার মধ্যে পৌরুষ বেশি রয়েছে, যার শরীর সাজানো থরে থরে মাংসপেশিতে? তাহলে গিয়ে বিয়ে করো বিপাশাকে। শোনো, আমি বিপাশার চেয়ে অনেক ভাল! ঠিক আছে?” 

 

ওই ভিডিওটি আবারও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশের কটাক্ষ ও সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। প্রায় কয়েক বছর আগের সেই সাক্ষাৎকারে ম্রুণাল বিপাশাকে ‘পুরুষালি গঠন’ এবং ‘পেশিবহুল’ বলে মন্তব্য করেছিলেন। সেই বক্তব্য নিয়ে ফের বিতর্ক শুরু হলে, মৃণাল ইনস্টাগ্রামে একটি নোট শেয়ার করে লেখেন—
“১৯ বছর বয়সী আমি অনেক অপরিণত কথা বলেছি। তখন বুঝতে পারিনি আমার কথার প্রভাব কতটা গভীর হতে পারে। আমার উদ্দেশ্য কখনও কাউকে বডি–শেম করা ছিল না। মজা করার ছলে যা বলেছিলাম, তা ভুলভাবে পৌঁছে গিয়েছে এবং মানুষকে আঘাত দিয়েছে। এজন্য আমি গভীরভাবে দুঃখিত।”

তিনি আরও যোগ করেন, “এখন আমি উপলব্ধি করেছি সৌন্দর্য সব ধরণের শরীর ও আকারে বিরাজ করে। সেই সময় অন্যভাবে কথা বলতাম। তাহলে এত অসুবিধা হতো না।” যদিও ম্রুণালের এই ক্ষমা প্রার্থনা কিছু অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছে। কিন্তু অনেকেই আবার বলেছেন, তিনি সরাসরি বিপাশা বসুর নাম উল্লেখ করেননি এবং ক্ষমাটা ‘খুবই জোর করে বলা’ মনে হয়েছে। যদিও এর প্রতিক্রিয়া আসেনি অভিনেত্রীর পক্ষ থেকে। 

 

আরও পড়ুন: Exclusive: 'আমি তখন নিজের মধ্যে ছিলাম না...,' ক্ষুদিরাম বসুকে পর্দায় জীবন্ত করে তোলার অনুভূতি কেমন ছিল? কী বললেন সামিউল আলম?

 

অন্যদিকে, ম্রুণালের মন্তব্য ছড়িয়ে পড়ার পর একেবারে মুখে কুলুপ এঁটে বসে থাকেননি বাঙালি মেয়ে বিপাশা। বিপাশা বসু নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে করেছিলেন এক রহস্যময়  পোস্ট—যেটা অনেকেরই মতে সরাসরি জবাব না হলেও তা হচ্ছে ম্রুণালের মন্তব্যের বিরুদ্ধে স্পষ্ট  ও পাল্টা জবাব। বিপাশার স্টোরিতে লেখা ছিল—“শক্তিশালী নারীরা একে অন্যের হাত ধরে উন্নতিসাধন করে।” শুধু তাই নয়, ক্যাপশনে তিনি আরও যোগ করলেন—“সুন্দরী মহিলারা, পেশি গড়ো। আমাদের শক্তিশালী হওয়া উচিত। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য সুগঠিত পেশি থাকা অত্যন্ত জরুরি! তাই এই পুরনো ধারণা ভেঙে দাও যে, মেয়েরা শক্তিশালী বা অ্যাথলেটিক দেখাবে না।”

 


যদিও বিপাশা কোথাও ম্রুণালের নাম উল্লেখ করেননি, স্টোরির শেষে লিখেছিলেন—“নিজেকে ভালবাসুন।” তবে কি ম্রুণালের এই ক্ষমা চেয়ে করা পোস্টটি পৌঁছেছে বিপাশার কাছে? দুই অভিনেত্রীর মধ্যে কি তবে ভুল বোঝাবুঝি মিটেছে? এসব প্রশ্ন নেটপাড়ায় ঘুরে বেড়ালেও, এর উত্তর এখনও অধরা।