ফের মনোজ মিত্রকে নিয়ে ভুয়ো খবর। মঙ্গলবার রাত থেকে সামাজিক মাধ্যম তোলপাড়, প্রয়াত বিশিষ্ট প্রবীণ নাট্যকার-পরিচালক-অভিনেতা। একাধিক নাট্য ব্যক্তিত্ব এবং বাংলা বিনোদন দুনিয়ার বহু জনপ্রিয় সামাজিক মাধ্যমেই শেষশ্রদ্ধা জানাতে শুরু করেন। কিছু জন অবশ্য মনোজবাবুর ভাই অমর মিত্রর সঙ্গেও যোগাযোগ করেন। তখনই প্রকাশ্যে আসল ঘটনা।

সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল অমর মিত্রর সঙ্গে। তিনি বলেন, ‘‘প্রায়ই দাদাকে নিয়ে ভুয়ো রটনা রটে। গত রাত থেকে ফের তেমনই একটি খবরে ছয়লাপ সামাজিক মাধ্যম। আমায় সবাই ফোন করছেন। কোন ভাবনা থেকে যে সবাই এই ধরনের খবর রটাচ্ছেন বুঝতে পারছি না। এতে কার, কোন স্বার্থসিদ্ধি হবে?’’ এও যোগ করেন, খবর পাওয়ার পরেই তিনি তড়িঘড়ি মনোজবাবুর বাড়িতে ফোন করেন। তাঁর দেখভাল করেন যিনি সেই সহকারী জানান, প্রবীণ নাট্যব্যক্তিত্ব ভাল আছেন। ঘুমোচ্ছেন। আগের রাতে ঠিকমতো খাওয়াদাওয়া করেছেন।

অমরবাবুর মতে, ‘‘দাদা সত্য ৮৬-তে পা রেখেছেন। সম্প্রতি, পেসমেকার বসেছে তাঁর। সেই খবর নিয়েও তোলপাড় হয়েছে। সম্ভবত, সেই জায়গা থেকেই এত রটনা।’’ আজকাল ডট ইনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন পরিচালক রাজা সেন এবং নাট্যব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়। রাজা সেন বলেন, ‘‘খুব অপ্রস্তুতে পড়ে গিয়েছিলাম। খবর কানে আসতেই তড়িঘড়ি শোক জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলাম। তারপর অমরদার সঙ্গে কথা বলে সবটা জানতে পারি। পোস্ট সরিয়ে নিই।’’ দেবেশ একে ‘খ্যাতির বিড়ম্বনা’ আখ্যা দিয়েছেন। জানিয়েছেন, তিনিও বিভ্রান্ত হয়েছিলেন। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, সব ঠিক আছে। ভাল আছেন মনোজ মিত্র।