‘আশিকি ২’— মোহিত সুরি পরিচালিত এই ছবি আজও দর্শকের হৃদয়ে গেঁথে আছে। তারপর স্বাভাবিকভাবেই ভক্তদের আশা ছিল, পরিচালক এবার বানাবেন ‘আশিকি ৩’। কিন্তু না, মোহিত সুরি একেবারে অন্য রাস্তায় হাঁটলেন। ‘আশিকি ৩’ নয়, তিনি বানালেন ‘সইয়ারা’। এ ছবি পরিচালনার জন্য ছেড়ে দিয়েছিলেন 'আশিকি ৩' তৈরির প্রস্তাব। 

 

কিন্তু কেন? সদ্য এক সাক্ষাৎকারে মোহিত জানালেন এর পিছনের আসল কারণ— “ প্রযোজকরা খুব তাড়াহুড়ো করছিল, আর আমি ছবি তৈরি নিয়ে হুটহাট সিদ্ধান্ত নিই না।”

 

‘সইয়ারা’ নিয়ে বলতে গিয়ে মোহিত বলেন, “এখানে কোনও সিক্যুয়েল তৈরির চাপ ছিল না, কোনও স্টারকাস্টের হাইপ ছিল না। তাই নিজেকে অনেক বেশি টেনশন ফ্রি মনে হচ্ছিল।”

 

তিনি আরও যোগ করেন, “ :আশিকি ৩'-এর প্রযোজকেরা আমায় ছবিটা করার জন্য বলেছিল। তখন আমার 'আশিকি' নিয়ে একটা প্রাথমিক ভাবনা ছিল, কিন্তু চিত্রনাট্য তৈরি না হলে তো আমি কখনওই কোনও ছবি তৈরির ব্যাপারে হ্যাঁ বলি না। ওদিকে, ওরা চাইছিল তাড়াতাড়ি শুরু করতে। তাই আমি খুব খুশিই হয়েছিলাম যখন অনুরাগ ছবিটার দায়িত্ব নেয়। কারণ আমি এই তাড়াহুড়োর মধ্যে পড়তে চাইনি।”

 

মোহিত আরও বলেন, “যখন কোনও সিক্যুয়েল বা স্টারকাস্ট নিয়ে চাপ থাকে না, তখন ব্যবসার কথা ভাবাও বন্ধ হয়ে যায়। আমি শুধু একটা ভাল ছবি বানানোর কথা ভাবি। যদি সিক্যুয়েল বানাতাম, তবে মনে হতো ‘আশিকি ২’-এর থেকেও ভাল বানাতে হবে, গান আরও হিট করাতে হবে... কিন্তু আমি সেটা করিনি। আমি যা ছবি চায়, সেটা বানিয়েছি। এ এক দারুণ টেনশন ফ্রি অভিজ্ঞতা।”

 

আর ‘সইয়ারা’র মুক্তি কেমন হল? বলতে গেলে, একেবারেই ব্যতিক্রমী কায়দায়। নতুন মুখ, কোনও মিডিয়া চর্চা নয়, না রিলস, না প্রতারভিত্তিক সাক্ষাৎকার— ছবির নায়ক অহন পাণ্ডে এবং নায়িকা অনীত পড়্দা সোশ্যাল মিডিয়াতেও ছিলেন একেবারে কম সক্রিয়। না কোনও মিডিয়াতে মুখ দেখিয়েছেন, না কোনও ছবির প্রচার অনুষ্ঠানে গিয়েছেন। আর এই ‘লো-কি’ কৌশলই উল্টে ছবিকে দিল চমকে দেওয়া সাফল্য।

 

মোহিত সুরি পরিচালিত ‘সইয়ারা’-তে দেখা যাবে কৃষ কাপুর (অহন পাণ্ডে)-র গল্প, যে স্বপ্ন দেখে একদিন বড় গায়ক হওয়ার। তার প্রেমে পড়ে সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখা ভানী (অনীত পড়্দা)। কিন্তু জীবনের পথটা একদমই মসৃণ নয়। প্রেম, স্বপ্ন আর সমাজের চাপ— সব মিলে গড়ে ওঠে এক আবেগে ভরা প্রেমকাহিনি।

 

এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ১৮ই জুন। আর ইতিমধ্যেই দর্শকের মন ছুঁয়ে ফেলেছে ‘সইয়ারা’!