বলিউডের দর্শকপ্রিয় রোমান্স ম্যাজিশিয়ান পরিচালক মোহিত সুরি এবং যশ রাজ ফিল্মসের কর্তা অক্ষয় বিদ্বানী আবার একসঙ্গে বড়পর্দায় আসছেন। মাস তিনেক আগে মুক্তিপ্রাপ্ত ‘সাইয়ারা’ ছবিটি শুধু সিনেমাহলেই নয়, সোশ্যাল মিডিয়াতেও আলোচনার কেন্দ্রে ছিল। সেই ছবির মুখ্য দুই নায়ক-নায়িকা আহান পাণ্ডে এবং অনিত পাড্ডা–র পারফরম্যান্সকে নতুন প্রজন্মের প্রেমিক-প্রেমিকা হিসেবে দর্শক খুব পছন্দ করেছেন, আর তাদের ডেবিউকে ‘এই সময়ের সবচেয়ে বড় লঞ্চ’ হিসেবে মনে করা হচ্ছে।

 

ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ‘সাইয়ারা’–এর প্রায় ঐতিহাসিক সাফল্যের পর মোহিত সুরি এবং যশ রাজ ফিল্মস আবার একসঙ্গে কাজ করছেন। ফিসফাস, ‘সাইয়ারা’-র পর মোহিতের কাছে বহু ছবির প্রস্তাব এসেছে, মোটা অঙ্কের টাকার চেক প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু মোহিত এবং যশ রাজ ফিল্মস সৃজনশীল অংশীদারিত্ব চালিয়ে যেতে চায় এবং সাইয়ারা–এর সাফল্যকে কাজে লাগাবে।

 

মোহিতের এই নতুন ছবিও ‘সাইয়ারা’–এর মতো অক্ষয় বিদ্বানী প্রযোজনা করবেন এবং আদিত্য চোপড়া উপস্থাপনা করবেন। সূত্রের খবর অনুযায়ী, ছবির মূল গল্প ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে, আর মোহিত ও তাঁর লেখকদল এখন সেটিকে পূর্ণাঙ্গ চিত্রনাট্যে রূপান্তর করবেন।

 

সেই সূত্র আরও জানিয়েছে, মোহিত সুরি এবং যশ রাজ ফিল্মস বড়পর্দায় আবার ‘সাইয়ারা’র মতো জাদু তৈরি করতে চান। এই ছবিও নাকি আরেকটি প্রেমের গল্প হবে, যা দর্শকদের জন্য এক নতুন জগৎ উন্মোচন করবে। ‘সাইয়ারা’–এর মতো, এটিও হবে একটি মিউজিক্যাল ছবি। মোহিত এবং অক্ষয়ে প্রেমের গল্পকে আবার দর্শকের আলোচনায় ফিরিয়ে নার পরিকল্পনা এঁটেছেন। আদিত্য চোপড়াও এই ধরণের ছবিকে আরও চেখে দেখতে আগ্রহী।

 

মোহিতের এই নতুন  ছবিটি নাকি ২০২৬ সালের মাঝামাঝি সময়ে ফ্লোরে যাবে, এবং কাস্টিং প্রক্রিয়া আগামী বছরের শুরুতে শুরু হবে। সূত্র জানিয়েছে, চিত্রনাট্যের প্রথম খসড়া চূড়ান্ত হওয়ার পরই কাস্টিং শুরু হবে। আদিত্য চোপড়া, মোহিত সুরি এবং অক্ষয় বিদ্বানী মূল ধারণায় একমত হয়েছেন এবং এখন সেটিকে চিত্রনাট্যের রূপ দিতে শুরু করবেন।

 

দর্শকরা ইতিমধ্যেই অপেক্ষা করতে শুরু করেছেন— মোহিত সুরি এবং যশ রাজ ফিল্মস-এর এই জুটি রোমান্স ও মিউজিকাল প্রেমের গল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, এবং ‘সাইয়ারা’–এর জাদু আবার বড় পর্দায় জীবন্ত হবে স্বাগত জানানোর জন্য।