নিজস্ব সংবাদদাতা: মোহনা মাইতি ও বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে দর্শক জুটিতে দেখেছিলেন জি বাংলার ধারাবাহিক 'গৌরী এল'তে। গল্পে গৌরী আর ঈশানের জুটিকে দর্শক দারুণ ভালবাসা দিয়েছিলেন। মোহনাকে এরপর জি বাংলার 'কে প্রথম কাছে এসেছি' ধারাবাহিকে দেখা গিয়েছিল। সেই মেগাও শেষ হয়েছে বহুদিন।

 

নায়িকাকে আবারও পর্দায় দেখার অপেক্ষায় ছিলেন দর্শক। নতুন বছর পড়তেই সুখবর এল। ফের ছোটপর্দায় নায়িকা হয়ে ফিরছেন মোহনা। সূত্রের খবর, জি বাংলার আসন্ন ধারাবাহিকে দেখা যেতে পারে তাঁকে। শ্রীজিৎ রায় ও শৌভিক উদ্যোগে আসছে এক নতুন প্রযোজনা সংস্থা। এই সংস্থার ব্যানারেই আসছে নতুন গল্প। 

 

আগেই খবর এসেছিল, এই মেগার নায়কের চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা রুবেল দাসকে। অর্থাৎ সবকিছু ঠিক থাকলে দর্শক এই ধারাবাহিকের মাধ্যমে পাবেন নতুন জুটি রুবেল-মোহনাকে। 

 

প্রসঙ্গত, শেষ হতে চলেছে জি বাংলার ধারাবাহিক 'নিম ফুলের মধু'। যার কেন্দ্রীয় চরিত্রে দর্শক এতদিন রুবেল দাস ও পল্লবী শর্মাকে দেখেছেন। 'নিম ফুলের মধু' শেষের খবরে মন খারাপ হয়েছিল সিরিয়ালপ্রেমীদের। কিন্তু এরপরেই রুবেলর ফেরার খবরে দারুণ খুশি তাঁর অনুরাগীরা।