থ্রিলার ঘরানায় ‘রক্তবীজ’-এর সাফল্য আলোড়ন তুলেছিল বাংলা সিনেমার জগতে। সেই ছবির আগুন ছড়াতে পুজোয় আসছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’। অ্যাকশন থ্রিলারে ভরপুর সিক্যুয়েল ছবিটিকে ঘিরে দর্শকের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বুধবার প্রকাশ্যে এল ‘রক্তবীজ ২’-এর বহু প্রতীক্ষিত ট্রেলার।
এর আগে উইন্ডোজ প্রোডাকশনের ছবিটির একাধিক ঝলক সামনে এসেছে। আর প্রতিবারই সিনেপ্রেমীদের জন্য ছিল নতুন চমক। প্রত্যাশিতভাবে ‘রক্তবীজ ২’-এর ট্রেলারেও বজায় রয়েছে টানটান উত্তেজনা। ভারত-বাংলাদেশের বর্তমান সম্পর্ক, সন্ত্রাস দমনে দুই দেশের তৎপরতা, রাজনৈতিক প্রেক্ষাপট আগাগোড়া নজর কেড়েছে সকলের।
আরও পড়ুনঃ পুজোয় ছবিমুক্তি ঘিরে কুণাল-রানার তরজা তুঙ্গে! টালমাটাল টলিউডে মুষলপর্ব থামবে কবে? আদৌ কাটবে জট?
ট্রেলারে দেখা যায়, অপরাধী মুনিরকে খুঁজতে মরিয়া 'পঙ্কজ সিংহ' ওরফে আবির। 'স্যার'-এর কাঁধে কাঁধ মিলিয়ে তৎপর 'সংযুক্তা'ও। 'রক্তবীজ'-এর মতো এবারও দাপুটে পুলিশ কর্তা চরিত্রে রয়েছেন মিমি চক্রবর্তী। তবে এবার দর্শকের বাড়তি পাওনা আবির-মিমিরের রোম্যান্স। আলাদা জায়গা করে নিয়েছে অঙ্কুশ-কৌশানি জুটিও।
ট্রেলারে খলনায়কের চরিত্রে নজর কেড়েছেন অঙ্কুশ। তাঁকে বলতে শোনা যায়, 'সব নেতারা খুনি। আমার দেশের নেতা নিজের স্বার্থে নিরপরাধদের মারে...'। ষড়যন্ত্রের রহস্য ভেদ করে আবির ও অঙ্কুশের লড়াই রীতিমতো চোখের পলক পড়তে দেয় না দর্শকদের। এরইসঙ্গে ছবিতে সমুদ্র সৈকতে মিমির বিকিনি লুক দেখে আরও একবার নড়েচড়ে বসতেই হয়।
‘রক্তবীজ-২’-ছবির জমকালো টিজারে যেমন রয়েছেন তাবড় তাবড় তারকা, তেমনই রয়েছে গুলি-বোমা-বন্দুক। ট্রেলার দেখে বুঝতে অসুবিধা হয় না, প্রথম ছবির কাহিনি অনুসরণ করেই এগোবে এই ছবির গল্প। ‘রক্তবীজ’ ছবির গল্পে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে দেখেছিল দর্শক। এবারও রয়েছে তাঁর দাপুটে, উজ্জ্বল উপস্থিতি। শেখ হাসিনার আদলে নির্মিত সুলতানা রহমান চরিত্রে সীমা বিশ্বাস বরাবরের মতোই অনবদ্য।
আগের ছবির মতো এবারও ‘রক্তবীজ ২’ মুক্তি পাবে দুর্গাপুজো ২০২৫-এ। ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে নন্দিতা-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি। রক্তবীজ-এর মতো তার সিক্যুয়েলও যে নিরাশ করবে না তা ছবিরও ট্রলারেই আভাস মিলেছে।
