সংবাদসংস্থা মুম্বই: ১৯৯৮ সালে রাম গোপাল বর্মার পরিচালনায় 'সত্য' ছবিতে 'ভিকু মাত্রে'র ভূমিকায় অভিনয় করেছিলেন মনোজ বাজপেয়ী। তারপর একসঙ্গে আরও কিছু ছবিতে কাজ করলেও বহু বছর একসঙ্গে কাজ করেন নি তাঁরা। এবার পরিচালক-অভিনেতার জুটি বাঁধতে চলেছেন রাম গোপাল ও মনোজ। 


মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, পরিচালক তাঁর আসন্ন ছবিতে মনোজ বাজপেয়ীর সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন। কিন্তু অভিনেতার শুটিংয়ের তারিখ পাওয়া যাচ্ছে না বলে কাজটি পিছিয়ে যাচ্ছে। তবে খুব তাড়াতাড়ি রাম গোপালের পরিচালনায় পর্দায় দেখা যাবে মনোজ বাজপেয়ীকে। 


সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে মনোজ বলেন, "আমি ও রাম গোপাল আবারও একসঙ্গে কাজ করতে চলেছি। রাম গোপাল পরিচালনা থেকে দূরে সরে যান নি। সাময়িক বিরতি নিয়েছিলেন মাত্র। এবার ওঁর বিরতি কাটিয়ে নতুন কাজে ফেরার সময় হয়েছে।"


তিনি আরও বলেন, "ভিন্ন ধরনের কাজে দর্শক আমায় দেখে ভালবাসা দিয়েছেন। বরাবরই ছক ভাঙা চরিত্রে নিজেকে দেখতে পছন্দ করি। কিন্তু 'সত্য' ছবিতে 'ভিকু' চরিত্রটি আমায় এতটাই প্রভাবিত করেছিল যে ওই চরিত্র থেকে বেরিয়ে আসা খুব কঠিন ছিল। এমনকী বহু বছর দর্শক আমায় 'ভিকু' নামেই চিনেছেন। আশাকরি, নতুন এই ছবিতেও দর্শকের থেকে আরও অনেকবেশি ভালবাসা ও প্রতিক্রিয়া পাব।"