সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
শ্যাম বেনেগালের স্মৃতিচারণায় মনোজ
প্রয়াত কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগাল। সোমবার ৯০ বছর বয়সে থামল পরিচালকের জীবন। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা বিনোদন জগৎ। শ্যাম বেনেগালের পরিচালনায় 'জুবেদা' ছবিতে অভিনয় করেছিলেন মনোজ বাজপেয়ী। এদিন সমাজ মাধ্যমে শোক প্রকাশ করে তিনি লেখেন, "খবরটা শুনে খুব কষ্ট পেলাম। শ্যাম বেনেগালের মতো একজন পরিচালককে বিশ্ব হারাল। ওঁর গল্প বলার ভঙ্গি, ছবির ভাবনা সবটাই নতুন প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। ওঁর সঙ্গে কাজ করে অনেককিছু শিখেছি। পরিচালকের আত্মার শান্তি কামনা করি।"
আসছে 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি ২'?
২০১৩ সালে 'ধর্মা প্রোডাকশন'-এর প্রযোজনায় মুক্তি পেয়েছিল 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি'। ছবিতে রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, আদিত্য রায় কাপুর ও কল্কি কেঁকলাকে দেখা গিয়েছিল মুখ্য চরিত্রে। ছবির সিক্যুয়েল নিয়ে চর্চা ছিল বহুদিন। এবার এই চর্চা নিয়ে জল্পনা বাড়িয়ে দিল করণ জোহরের একটি পোস্ট। সমাজ মাধ্যমে 'ধর্মা প্রোডাকশন'-এর পক্ষ থেকে রণবীর,দীপিকা,আদিত্য রায় কাপুর ও কল্কির ছবি দিয়ে ছবিরই একটি সংলাপ জুড়েছেন ক্যাপশনে। ওই পোস্ট ছড়িয়ে পড়তেই নেটিজেনদের কৌতূহল, তবে কি এবার ছবির দ্বিতীয় ভাগ আসতে চলেছে? নাকি ফের বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত খোলসা করেননি নির্মাতা।
সলমন-লুলিয়ার বিয়ে চর্চা!
সলমনের চর্চিত প্রেমিকা লুলিয়া ভান্তুর মাঝেমধ্যেই উঠে আসেন নেটিজেনদের চর্চায়। কবে বিয়ে করবেন সলমন? এই প্রশ্ন অনুরাগীদের মনে সর্বক্ষণ চলতেই থাকে। এর মাঝেই বিয়ে নিয়ে লুলিয়ার মন্তব্য ছড়িয়েছে নেট মাধ্যমে। লুলিয়ার কথায়, "সুখী থাকতে হলে বিয়ে করার প্রয়োজন নেই। দু'জন দু'জনের সঙ্গে মানিয়ে নিয়ে থাকলে। দুটো মনের মিল হলেই ভাল থাকা যায়।" তাঁর এই কথায় নেটিজেনদের মনে প্রশ্ন উঠেছে, এবার কী লুলিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সলমন?
