ছোটপর্দার অতি পরিচিত মুখ তিনি। কাজ করেছেন একাধিক সিনেমা, সিরিজে। সেই জনপ্রিয় অভিনেত্রী, মানালি মনীষা দে এদিন একটি মন ভারাক্রান্ত করা পোস্ট ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। প্রিয়জনের স্মৃতিতে বিভোর হয়ে, সেই ব্যক্তির দশম মৃত্যুবার্ষিকীতে জানালেন, যতদিন দিন যাচ্ছে, ততই যেন সেই মানুষটাকে আরও বেশি করে মিস করছেন অভিনেত্রী। কাকে? তাঁর মাকে।
এদিন ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেন মানালি মনীষা দে। সেখানে প্রথম ছবিটিতে তাঁকে চুড়িদার পরে তাঁর মায়ের সঙ্গে হাসিমুখে পোজ দিতে দেখা যাচ্ছে। পরের ছবিটি দুর্গাপুজোর সময় তোলা, সিঁদুরখেলার পর। আরেকটি ছবিটি অভিনেত্রীর কিশোরীবেলার, সেখানে তাঁর এবং তাঁর মায়ের সঙ্গে বাবাকেও দেখা যাচ্ছে।
এই ছবিগুলো পোস্ট করে মানালি মনীষা দে লেখেন, 'দেখতে দেখতে তোমায় ছাড়া দশ বছর মা। এমন কোনও দিন নেই যে দিন তোমায় মনে পড়ে না। এখন আর কেউ বাবুন বলে ডাকে না। যত বয়স বাড়ছে তোমাকে মিস করাটা যেন আরও বাড়ছে। তোমার হাতের রান্না, তোমার সাথে ঝগড়া সব কিছু। অন্য কারও হাতের রান্না করা খিচুড়ি আমি এখনও খেতে ভালবাসি না। তোমার হাতের ওই স্বাদ আসে না।'
তিনি আরও লেখেন, 'বড় কম দিন পেয়েছি তোমায় কাছে। কি আর করা যাবে মানতে তো হবেই। তুমি আমার মধ্যে থেকে যেও সারা জীবন। আমি বাপিকে দেখে রাখি। আশা করি তুমিও দাদু আর দিদার সাথে ভাল আছ। আর কিছু বলার থাকলে স্বপ্নে এসো, বাকি কথা তখন হবে।'
প্রসঙ্গত, মানালি মনীষা দে'কে দর্শক শেষবার 'দুগ্গামণি ও বাঘমামা' ধারাবাহিকে দেখেছেন। জি বাংলায় সম্প্রচারিত হতো এই ধারাবাহিক। খুবই অল্প দিন চলেছে এই মেগা সিরিয়াল। এছাড়া তিনি 'বউ কথা কও', 'কার কাছে কই মনের কথা'র মতো ধারাবাহিকের হাত ধরে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। এছাড়া, 'গোত্র', 'প্রাক্তন', ইত্যাদির মতো ছবিতেও কাজ করেছেন।
