মমতা শঙ্কর—পেশাগত সাফল্যের চেয়ে ইদানীং যেন বেশি করে শিরোনামে আসছেন বিতর্কের মাধ্যমে। সাম্প্রতিক সময়ে তাঁর একের পর এক মন্তব্য ঘিরে তৈরি হয়েছে জলঘোলা। এমনকি পদ্মশ্রীপ্রাপ্ত এই শিল্পীকে পরিবারেরই সদস্য নাম না করে কটাক্ষ করেছেন। তবে এসব কি আদৌ ভাবায় মমতাকে?

আজকাল ডট ইন-কে মমতা বলেন, “খারাপ লাগে এটা ভেবে যে, তাঁদের কথায় আমার কিছু হচ্ছে না। আমার গায়ে একটা আঁচড়ও লাগছে না। যাঁরা কথাগুলো বলেছেন, তাঁদের আমি ভীষণ ভালবাসি। খুব ভালবাসি। তাঁরা যেটা করছেন, তাঁদের শিক্ষা থেকে করছেন। শৈশব থেকে যে ভাবে আমরা বড় হয়েছি, সেই পরম্পরায় এই আচরণগুলো ঠিক লাগে না। এতে আমার কিছু হচ্ছে না। আমার খারাপ লাগে তাঁদের জন্য।”

মমতা জানান, কাছের মানুষদের তাঁর সম্পর্কে করা মন্তব্য তাঁর কানে পৌঁছয়। আবার সেই মন্তব্যের জেরে তাঁদেরও যে নানাভাবে ট্রোলিংয়ের মুখে পড়তে হয়, তাও অভিনেত্রীর দৃষ্টি এড়ায় না।

প্রসঙ্গত, কয়েক মাস আগেই পিসি মমতা শঙ্করকে নাম না করে তীব্র আক্রমণ করেছিলেন ভাইঝি শ্রীনন্দা শঙ্কর। মমতার বিতর্কিত মন্তব্য ঘিরে যখন চারদিকে সমালোচনার ঝড় উঠেছে, ঠিক সেই সময়ই ফেসবুকে একটি তীক্ষ্ণ পোস্ট করেন তিনি। সেখানে লেখেন, ‘বংশপরম্পরা বা প্রতিভা কোনও মানুষকে সংজ্ঞায়িত করে না—বরং তার ভাবনা এবং বিশ্বাসই বলে দেয় তিনি কে। সে যুগ আর নেই যখন মানুষ ভাবত, অভিনেতা মানেই তার অভিনীত চরিত্র। তারকাসুলভ খামখেয়ালিও এখন অতীত। আজ মানুষটি নিজে কেমন, তা-ই সত্যিকারের গুরুত্ব পায়। কিন্তু সমস্যা হল—অনেক তারকাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে শেখেননি। তাই শেষ পর্যন্ত তাঁরা তিক্ত এবং হতাশ হয়ে পড়েন।’

শ্রীনন্দার সেই পোস্টের পর বোঝাই গিয়েছিল, তাঁর নিশানায় আসলে কে। এবার কি মমতাও নাম না করে ভাইঝিকে জবাব দিলেন? সংশয় থেকেই যাচ্ছে।

অভিনেত্রী ও নৃত্যশিল্পী, দুই পরিচয়েই মমতা সমান উজ্জ্বল। সাফল্যে তাঁর ঝুলি ভরা, কিন্তু সেই সঙ্গেই এসেছে বিতর্কও। খ্যাতির সঙ্গে জড়িয়ে থাকা এই অস্বস্তিই যেন তাঁর অনিবার্য সঙ্গী। সাম্প্রতিক সময়ে তাঁর কয়েকটি মন্তব্য ঘিরে তৈরি হয়েছে প্রবল আলোড়ন। সমালোচকেরা তাঁকে কখনও ‘নারীবিদ্বেষী’, কখনও বা ‘রক্ষণশীল’ তকমা দিতে পিছপা হননি। তবে এত কিছুর পরেও   নিজের মতো ছন্দেই বাঁচতে ভালবাসেন অভিনেত্রী। তাঁর কথায় যেন প্রতিফলিত হয় সেই আত্মবিশ্বাস। তাই ট্রোল বা কটাক্ষ—কিছুই আর তাঁকে স্পর্শ করতে পারে না।