নিজস্ব সংবাদদাতা: মডেলিং দিয়ে শুরু এরপর সঞ্চালনা। তারপর অভিনয়ের মাধ্যমে ২৫ বছর ধরে দর্শকদের মন জয় করে আসছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র। তবে ২৫ বছরের মধ্যে কয়েক বছর ভয়ংকর সময়ের মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন অভিনেত্রী, প্রথমবার সেই কথা প্রকাশ্যে আনলেন তিনি। 

 

 

স্টেরয়েডের কারণে এক সময় পুরো মুখমণ্ডলী পুড়ে যায় অভিনেত্রী মৈত্রেয়ী মিত্রর। সেই সময় জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'সুবর্ণলতা'য় অভিনয় করছেন তিনি। আচমকা এই ঘটনা ঘটায় সেই সময় মাঝপথে ধারাবাহিক ছেড়ে দেন অভিনেত্রী। তবে পুরোপুরি হাল ছাড়েননি, অনেক যন্ত্রণা সহ্য করে অভিনয় চালিয়ে গিয়েছেন তিনি। 'ওগো বধূ সুন্দরী' ধারাবাহিক চলাকালীন ঐ অবস্থাতেই মেকআপ করে অভিনয় করতেন। 

 


মৈত্রেয়ীর কথায়, "সারা মুখ সেই সময় জ্বলতো, মেকআপ করা হতো কিছুক্ষণের মধ্যেই দেখা গেল পুরো মেকআপ ফেটে গেল, সারা মুখে তখন ফোসকা, বারবার মেকআপ করে অভিনয় করতাম তখন। তবে এই সবকিছুই সম্ভব হয়েছে আমার পরিচালক এবং টেকনিশিয়ান দাদাদের জন্য। তাঁরা সব সময় সাহায্য করেছেন আমায়। এমনভাবে লাইট সেটআপ করা হতো, বা ক্যামেরা এমন অ্যাঙ্গেলে ধরা হত, যাতে আমার মুখের ক্ষত তেমনভাবে বোঝা না যায়। আমি সারা জীবন টলিউডের কাছে কৃতজ্ঞ, এই ২৫ বছরে আমি শুধুই পেয়েছি, টলিউড আমার সবকিছু দিয়েছে।"

 


তবে সেই সময় রাস্তায় বেরোলে বহু মানুষ নানা কথা বলেছেন মৈত্রেয়ীকে, তিনি চুপচাপ শুনেছেন। অভিনেত্রীর কথায়, "সেই সময় আমি আয়নায় বহুদিন নিজের মুখ দেখিনি, দেখতে পারতাম না। নিজেকে ওই ভাবে দেখে খারাপ লাগত, ভেঙে পড়তাম। তবে এই কঠিন সময় আমি পেরিয়ে এসেছি, তাই পিছনে ফিরে তাকাতে চাই না।"