নিজস্ব সংবাদদাতা: বেশ কয়েকদিন ধরেই অভিনেতা যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের সমাজমাধ্যমের পোস্ট নজর কাড়ছে নেটিজেনদের। দুই অভিনেতার সমাজমাধ্যমে চোখ রাখলে দেখা যাবে, বিগত কয়েকদিন ধরেই তাঁরা ডিসি কমিক্সের জনপ্রিয় সংলাপ 'হোয়াই সো সিরিয়াস' ক্যাপশনে একাধিক রিলস ভিডিও পোস্ট করেছেন। 

 


সম্প্রতি সেই ভিডিওয় যোগ দিয়েছেন পরিচালক মহেশ ভাট। তাঁরা কি এভাবে নতুন কোনও ছবির প্রচার করছেন? নাকি দুই অভিনেতা মহেশ ভাটের পরিচালনায় কাজ করলেন? স্বভাবতই নেটিজেনদের মনে কৌতূহল তুঙ্গে। অবশেষে সব প্রশ্নের উত্তর মিলল নববর্ষে।

 


এবার যিশু ও সৌরভ নতুন প্রযোজনা সংস্থা শুরু করলেন। নাম রেখেছেন 'হোয়াই সো সিরিয়াস'। এই প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন পরিচালক মহেশ ভাটও। শুধু বাংলা নয়, এই প্রযোজনা সংস্থা কাজ করবে সর্বভারতীয় স্তরেও। জানা যাচ্ছে, ইতিমধ্যেই প্রযোজনা সংস্থার প্রথম ছবির পরিকল্পনা শেষ। 

 


ছবি, ওটিটি প্রজেক্ট, মিউজিক ভিডিও সবকিছুই থাকবে তাঁদের প্রযোজনায়। নতুনদের সুযোগ দেওয়ার কথাও ভাবছেন দুই তারকা। আজকাল ডট ইন-কে সৌরভ বলেন, "ঋতুপর্ণ ঘোষ যিশুদার পথপ্রদর্শক ছিলেন‌। তাঁর কৃতির ছাপ তো আর প্রযোজনায় পাব না। কিন্তু আরও একজন খ্যাতিমান মানুষ হলেন মহেশ ভাট। আমাদের প্রযোজনায় তাঁকে পুরনো আঙ্গিকে ফিরে পাবেন দর্শক। বলা যেতে পারে, আমাদের প্রযোজনা সংস্থা হাত ধরে প্রথমবার টলিউডে কাজ করছেন মহেশ ভাট।"