ভারতীয় সঙ্গীত জগতে এক দশকেরও বেশি এবং বলিউডে পাঁচ বছরেরও বেশি সময় কাটিয়েছেন মধুবন্তী বাগচী। তবে তাঁর সম্প্রতিক একটি গান তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। সেই গান হ'ল ‘আজ কি রাত’। এটি স্ত্রী ২ ছবির একটি গান যা সাম্প্রতিক চার্ট-টপার। এই গানের জন্য এবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন গায়িকা। শনিবার হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে এই শো। সেখানে এই গানের জন্য সেরা গায়িকার পুরস্কার গিয়েছে তাঁর হাতে। অন্যদিকে, 'লাপাতা লেডিজ'-এর গান 'সজনি রে'র জন্য সেরা গায়কের পুরস্কার উঠেছে অরিজিৎ সিং-এর হাতে।
প্রয়াত ডিনে কিটন
অস্কারজয়ী অভিনেত্রী ডিনে কিটন ৭৯ বছর বয়সে প্রয়াত হলেন। হলিউডের এই কিংবদন্তী অভিনেত্রী, যিনি ১৯৭৭ সালের 'অ্যানি হল' ছবিতে তাঁর অস্কারজয়ী অভিনয় এবং 'দ্য গডফাদার' চলচ্চিত্রতে স্মরণীয় ভূমিকার জন্য পরিচিত, শনিবার (১১ অক্টোবর, ২০২৫) ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জানা যাচ্ছে, কিটন ক্যালিফোর্নিয়ায় মারা যান। তাঁর পরিবার এই শোকের সময়ে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছে এবং এর বাইরে অন্য কোনও বিস্তারিত তথ্য জানানো হয়নি।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb)
ঐশ্বর্য রাই বচ্চন তাঁর শ্বশুর অমিতাভ বচ্চনের ৮৩তম জন্মদিনে একটি মিষ্টি ছবি ভাগ করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ১১ অক্টোবর অমিতাভ বচ্চনের জন্মদিন উপলক্ষে বহু অনুরাগী তাঁর মুম্বইয়ের বাড়ি 'জলসা'-র বাইরে ভিড় করেন এবং অভিনেতাও প্রতি বছরের মতো তাঁদের শুভেচ্ছা জানান ও উপহার বিতরণ করেন। এই বিশেষ দিনে বচ্চন পরিবারের সদস্য ও তাঁর সহকর্মীরা সোশ্যাল মিডিয়ায় তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তবে সকলের নজর কেড়েছে পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনের পোস্টটি। তিনি ইনস্টাগ্রামে অমিতাভ বচ্চনের একটি পুরোনো সেলফি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে 'বিগ বি' নাতনি আরাধ্যা বচ্চনের সঙ্গে পোজ দিয়েছেন। দাদুর কাঁধে মাথা রেখে ছবিটি তুলেছেন আরাধ্যা। ঐশ্বর্য এই ছবিটির ক্যাপশনে লেখেন, 'শুভ জন্মদিন পা-দাদাজি। ঈশ্বর আপনার মঙ্গল করুক।' এই স্নেহপূর্ণ ছবিটি অনুরাগীদের খুব পছন্দ হয়েছে। বচ্চন পরিবার সাধারণত তাদের ব্যক্তিগত জীবন গোপন রাখতেই পছন্দ করে, তাই দাদু ও নাতনির এই মিষ্টি মুহূর্তের ছবি অনুরাগীদের কাছে একটি বিশেষ উপহার।
বিশিষ্ট নেপথ্য গায়ক কুমার শানু তাঁর ব্যক্তিত্ব ও প্রচার অধিকারের সুরক্ষার জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর নাম, কণ্ঠস্বর, গানের বিশেষ শৈলী ও কৌশল, চেহারা, ছবি এবং স্বাক্ষরসহ তাঁর সমস্ত ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলিকে অনুমোদন ছাড়া বাণিজ্যিক ব্যবহার থেকে রক্ষা করাই এই আবেদনের মূল লক্ষ্য। এই আবেদনে আদালতকে অনুরোধ জানানো হয়েছে যাতে কোনও ব্যক্তি বা সত্তা তাঁর অনুমতি ছাড়া তাঁর ব্যক্তিত্ব বা কণ্ঠস্বরকে কাজে লাগাতে না পারে। তিনি বিশেষত তাঁর কণ্ঠস্বর, গাওয়ার ধরন, ছবি, ক্যারিক্যাচার এবং স্বাক্ষর নকল করার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়েছেন, কারণ তাঁর অভিযোগ— এসব কার্যকলাপ তাঁর শিল্পীসত্তা ও নৈতিক অধিকারের লঙ্ঘন করছে। কুমার শানু তাঁর আবেদনে উল্লেখ করেছেন যে, বহু তৃতীয় পক্ষ তাঁর পরিচিতিকে অপব্যবহার করছে, যা জনসাধারণকে বিভ্রান্ত করতে পারে এবং তাঁর সুনাম নষ্ট করতে পারে। তিনি আরও দাবি করেছেন, এই ধরনের কাজ তাঁর উত্তরাধিকারকে লঘু করছে এবং কপিরাইট আইনের অধীনে সুরক্ষিত তাঁর নৈতিক অধিকার ভঙ্গ করছে। আবেদনে সাম্প্রতিক ডিজিটাল ট্রেন্ডের কথা তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, তাঁর নাম ও চেহারার অপব্যবহার বাড়ছে। বিশেষত এআই দ্বারা তৈরি তাঁর কণ্ঠস্বর এবং চেহারা নকল করে বানানো জিআইএফ, অডিও এবং ভিডিওগুলি ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে। কিছু ক্ষেত্রে এইগুলি উপহাস বা অসম্মানজনকভাবে ব্যবহার করা হচ্ছে, যা তাঁর সৃজনশীল সত্তার ওপর আঘাত হানছে।