টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


সেরা গায়িকা মধুবন্তী

 

ভারতীয় সঙ্গীত জগতে এক দশকেরও বেশি এবং বলিউডে পাঁচ বছরেরও বেশি সময় কাটিয়েছেন মধুবন্তী বাগচী। তবে তাঁর সম্প্রতিক একটি গান তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। সেই গান হ'ল ‘আজ কি রাত’। এটি  স্ত্রী ২ ছবির একটি গান যা সাম্প্রতিক চার্ট-টপার। এই গানের জন্য এবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন গায়িকা। শনিবার হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে এই শো। সেখানে এই গানের জন্য সেরা গায়িকার পুরস্কার গিয়েছে তাঁর হাতে। অন্যদিকে, 'লাপাতা লেডিজ'-এর গান 'সজনি রে'র জন্য সেরা গায়কের পুরস্কার উঠেছে অরিজিৎ সিং-এর হাতে। 

 

প্রয়াত ডিনে কিটন

 

অস্কারজয়ী অভিনেত্রী ডিনে কিটন ৭৯ বছর বয়সে প্রয়াত হলেন। হলিউডের এই কিংবদন্তী অভিনেত্রী, যিনি ১৯৭৭ সালের 'অ্যানি হল' ছবিতে তাঁর অস্কারজয়ী অভিনয় এবং 'দ্য গডফাদার' চলচ্চিত্রতে স্মরণীয় ভূমিকার জন্য পরিচিত, শনিবার (১১ অক্টোবর, ২০২৫) ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জানা যাচ্ছে, কিটন ক্যালিফোর্নিয়ায় মারা যান। তাঁর পরিবার এই শোকের সময়ে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছে এবং এর বাইরে অন্য কোনও বিস্তারিত তথ্য জানানো হয়নি।

 

অমিতাভকে শুভেচ্ছা ঐশ্বর্যর

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb)