ডিসেম্বর যেন ভাঙনের মাস! টলি পাড়ায় একাধিক জুটির বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। তার মধ্যেই এই নায়ককে তাঁরই স্ত্রী এক হোটেলের ঘরে সহকর্মীর সঙ্গে হাতেনাতে ধরল! ভাবছেন কে তিনি? সৌরভ চক্রবর্তী। তবে যা ঘটেছে সবটাই পর্দায়। বাস্তবে নয়। কথা হচ্ছে 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিক নিয়ে।
'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকটি গোড়ার থেকেই দর্শকদের নজর কেড়েছে। এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরেছেন সৌরভ চক্রবর্তী। তাঁর বিপরীতে রয়েছেন 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিক খ্যাত নায়িকা শুভস্মিতা মুখোপাধ্যায়। চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় সেরা দশে নিজের জায়গা ধরে রেখে এই মেগা। এবার জানা গেল, দর্শকদের আগ্রহ আরও বাড়াতে গল্পে আসছে বিরাট চমক।
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে যে প্রোমো ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে কাঁসাইয়ের জীবন বাঁচানোর কারণে ঝাঁপিকে ধন্যবাদ জানাচ্ছি দীপ। শুধু তাই নয়, স্ত্রীকে এই কারণে একটি উপহারও দেয় সে। একই সঙ্গে জানায় কলকাতায় যে কনফারেন্স আছে, সেখানে তার সঙ্গে ঝাঁপিও যাবে। স্বামীর থেকে এক ভালবাসা পেয়ে আপ্লুত হয়ে পড়ে নায়িকা। কিন্তু কপালে যে অন্য কিছুই রয়েছে তার।
দীপের সঙ্গে কলকাতার কনফারেন্সে যেতে বাধা দেয় দীপের মা। জানায় বাড়িতে লক্ষ্মী পুজো আছে, তাই ঝাঁপির কোথাও যাওয়া হবে না। সহকর্মীর সঙ্গে বেরিয়ে যায় দীপ। আর এখানেই ফন্দি আঁটে তার সেই সহকর্মী। দীপের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। সে অকাতরে ঘুমিয়ে পড়লে নিজেও তার পাশে শুয়ে পড়ে। পরে যখন দীপ ঘুম থেকে ওঠে দেখে ওরা এক বিছানায়। আর ঠিক সেই সময়ই, সেই জায়গায় এসে হাজির হয় ঝাঁপি।
ঝাঁপিকে দীপের সহকর্মী জানায়, ওরা মিলিত হয়েছে। ওকে নিজের করে নিয়েছে দীপ। কিন্তু স্বামীর নামে এই অভিযোগ বিশ্বাস করে না ঝাঁপি। জানিয়ে দেয়, এই কথা দীপ নিজে এক গলা জলে দাঁড়িয়ে বললেও সে বিশ্বাস করবে না। কিন্তু সেই মেয়েটি নিজের কথায় অনড় থাকে। এমন অবস্থায় কোন নতুন ঝড় উঠবে ঝাঁপি এবং দীপের জীবনে? তবে কি তাদের পথ আলাদা হবে? নাকি এই অগ্নিপরীক্ষা দু'জনে মিলে পাশ করতে পারবে? উত্তর আগামী সময়েই পাওয়া যাবে।
প্রসঙ্গত 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় দেখা যায়। এটি রোজ সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ সম্প্রচারিত হয়। সৌরভ চক্রবর্তী, শুভস্মিতা মুখোপাধ্যায় ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মিশকা হালিম, শ্রীপর্ণা রায়, অদিতি চট্টোপাধ্যায়, শৈলী ভট্টাচার্য, অলিভিয়া সরকার প্রমুখ।
