সংবাদ সংস্থা মুম্বই: ফের শিরোনামে বলি-গায়ক বাদশা। তবে কোনও নয়া গান অথবা পাকিস্তানি-অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে বিশেষ বন্ধুত্বের জন্য নয়। বরং তাঁর নাম উঠে এল চণ্ডীগড়ে জোড়া বোমা বিস্ফোরণে! খুলেই বলা যাক বিষয়টা।
গান ও বিতর্কের পাশাপাশি খাবারের ব্যবসার সঙ্গেও যুক্ত বাদশা। পাঞ্জাবের চণ্ডীগড়ে তাঁর একাধিক রেস্তরাঁ রয়েছে। চণ্ডীগড়ে তাঁর 'সেভিল' ও ‘ডি’ওরা’ নামের দুই রেস্তরাঁ তথা পানশালা বেশ পরিচিত। র্যাপার বাদশার এই দুই রেস্তরাঁ তথা পানশালায় বিস্ফোরণ হয়েছে মঙ্গলবার ভোররাতে! ভোররাত তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে এই জোড়া বিস্ফোরণ হয় বলেই খবর। শোনা গিয়েছে, দুই বাইক আরোহী এসে রেস্তরাঁ তথা পানশালার বাইরে বোমা ছুড়ে পালিয়ে যায়। প্রথম বিস্ফোরণের কোনও সিসিটিভি ফুটেজ না থাকলেও, সেভিল থেকে মাত্র ৩০ মিটার দূরে ডি'ওরায় দ্বিতীয় ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছে।
 
 সেই সময়ে রেস্তরাঁয় আট কর্মচারী ছিলেন। তবে কেউই আহত হননি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ঘটনার প্রত্যক্ষদর্শীরাই বাইক আরোহীদের কথা জানান বলে খবর। এরপরেই ফরেনসিক বিশেষজ্ঞ ও বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে। তার ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। আপাতত কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে সেই বিষয়ে এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। বাদশার তরফেও। বর্তমানে শ্রেয়া ঘোষাল ও বিশাল দদলানির সঙ্গে ‘ইন্ডিয়ান আইডল’ শোয়ের বিচারকের দায়িত্ব সামলাচ্ছেন।
পুলিশের তরফে জানানো হয়েছে, ভোর সাড়ে তিনটে নাগাদ একটি ফোন আসে যে এসসিও ২৩, সেক্টর ২৬-এর কাছে বিকট শব্দ হয়েছে। খবর পাওয়ামাত্রই পুলিশ কন্ট্রোল রুমের গাড়ি ঘটনাস্থলে পৌঁছয়। বিস্ফোরণের জায়গা থেকেউদ্ধার হয়েছে পাটের দড়ির টুকরো। ঘটনাস্থলে একটি ফরেনসিক দলকে ডাকা হয়েছে এবং তদন্ত চলছে।
তবে শোনা যাচ্ছে, এই জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল! বিষ্ণোই দলের গোল্ডি ব্রার এবং রোহিত গোডারা নাকি এই জোড়া বিস্ফোরণের নেপথ্যে তাঁদের যোগ স্বীকার করেছেন!
