সংবাদসংস্থা মুম্বই: সম্পর্ক ভাঙা-গড়ার খেলা তো চলতেই থাকে বিনোদন জগতে। এবার বহু বছরের প্রেম ভাঙল জনপ্রিয় জুটির।‌ ছোটপর্দার অত্যন্ত পরিচিত মুখ কুশল ট্যান্ডন ও শিবাঙ্গী যোশী। 'ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায়' খ্যাত অভিনেত্রীর সঙ্গে কুশলের প্রেমের কাহিনি এই জুটির ভক্তদের বেশ পছন্দ ছিল। 'বরসতে মৌসম প্যায়র কা' ধারাবাহিকের সময় থেকে একে অপরের কাছাকাছি আসেন তাঁরা। নিজেদের প্রেমের কথা কখন‌ও লুকিয়ে রাখেননি তাঁরা।

 

 

 

কিন্তু এর মাঝেই সম্পর্কে ইতি টানলেন এই জুটি। শনিবার মধ্যরাতে সমাজমাধ্যমে একটি পোস্ট করে সে কথা সবাইকে জানিয়ে দেন কুশল। যদিও পরে সেই পোস্ট সরিয়ে দেন অভিনেতা। সেই পোস্ট অনুযায়ী, পাঁচ মাস আগেই তাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছে। কিন্তু, পোস্ট মুছে দেওয়ায় অবাক হয়েছেন নেটিজেনরা। তাঁদের দাবি কুশল নিশ্চয়ই পোস্টটি মদ্যপ অবস্থায় করেছিলেন। তাই শেয়ার করার পর আবার সরিয়ে ফেলেছেন। 

 

 

 

ওই পোস্টে কুশল লিখেছিলেন, 'সকলের প্রতি ভালবাসা জানিয়ে বলছি আমার আর শিবাঙ্গীর কোনও সম্পর্ক নেই। বিগত পাঁচ মাস আগেই আমাদের পথ আলাদা হয়েছে। আমি ওকে ওঁর আগামীর জন্য শুভেচ্ছা জানাচ্ছি। এটা নিয়ে আর কোনও চর্চা করবেন না। ও আমার পরিবারের অংশ ছিল আছে আর থাকবে। একা ভাল আছি।' 

 

 

 

তবে শুধু পোস্টই নয়, পরস্পরকে আনফলোও করেছেন কুশল ও শিবাঙ্গী। তবে কি সত্যিই আলাদা হয়েছে তাঁদের পথ? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি শিবাঙ্গী।