নতুন সম্পর্কের জল্পনায় সিলমোহর দিয়েছেন টেলি অভিনেত্রী কৃতিকা কামরা ও ক্রীড়াসঞ্চালক গৌরব কাপুর। তাঁদের জুটি নিয়ে বেশ চর্চা এখন নেটপাড়ায়। দু'দিন আগে সমাজমাধ্যমে দুই তারকার 'ব্রেকফাস্টের ডেট'-এর ছবি সামনে আসতেই কৌতূহল বাড়ে অনুরাগীদের। এরই মাঝে এবার পাপারাজ্জিদের সামনে ধরা দিলেন কৃতিকা ও গৌরব।
বলিউড ও টেলিভিশন দুনিয়ায় বহুদিন ধরেই কানাঘুষো চলছিল, কৃতিকা নাকি গৌরব কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এতদিন যদিও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তাঁরা। কিন্তু সব জল্পনার ইতি টেনে কৃতিকা সোশ্যাল মিডিয়ায় তাঁদের সম্পর্ককে প্রকাশ্যে এনেছেন। অন্তত আভাস দিয়েছেন বলা চলে! তার দু'দিনের মধ্যেই পাপারাজ্জিদের স্পটলাইটে আসেন গৌরব ও কৃতিকা। বেশ স্টাইলিশ লুকে ক্যামেরাবন্দি হন দুই তারকা।
মুম্বইয়ে এক সিনেমার স্ক্রিনিংয়ে অংশ নেওয়ার সময়েই পাপারাজ্জিরা কৃতিকা এবং গৌরবকে একসঙ্গে দেখতে পান। একটি ভিডিওতে দেখা গিয়েছে, এই জুটি বেশ খুশি হয়েই ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন। কৃতিকা একটি কালো টপ এবং আরামদায়ক ধূসর ব্যাগি জিন্স পরেছেন। অন্যদিকে, গৌরব পরেছিলেন নীল সোয়েটশার্ট এবং ডেনিম জিন্স। তাঁদের স্টাইলিশ অথচ ক্যাজুয়াল লুক ভক্তদের মন জয় করে নিয়েছে। স্বাভাবিকভাবেই সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয় ভিডিও। শুভেচ্ছা বার্তায় ভরিয়েছেন নেটাগরিকরা।
গত ১০ ডিসেম্বর কৃতিকা তাঁর প্রোফাইলে একাধিক ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যায় তিনি ও গৌরব বেশ মনোরম এক ব্রেকফাস্ট ডেট উপভোগ করছেন। কোথাও দু’জনের ক্যান্ডিড হেসে ওঠা, কোথাও দু’টি কফির মগ তুলে ‘চিয়ার্স’, আবার কোথাও শুধু দু’জনের টুইনিং স্নিকার্স-সব ছবি থেকেই যেন তাদের সম্পর্কের ইঙ্গিত মিলেছে। ক্যাপশনে কৃতিকা লিখেছেন মাত্র দু’টি শব্দ, ব্রেকফাস্ট আর সঙ্গে..."। ব্যাস, যা বোঝার বুঝে নেন অনুরাগীরা।
গৌরব কাপুর জনপ্রিয় ইউটিউব শো 'ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ানস'-এর জন্য পরিচিত, যেখানে তিনি ক্রিকেটার ও সেলিব্রিটিদের নিয়ে মন খুলে গল্প করেন। তাই কৃতিকার ক্যাপশনে এই শব্দচয়ন দেখে অনেকেই বলছেন, এটি সম্পর্ক ঘোষণা করার চেয়ে আর কম কিছু নয়।
গত কয়েক মাস ধরে গৌরব ও কৃতিকাকে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছিল। তা সে বন্ধুদের সঙ্গে আড্ডা হোক কিংবা রেস্তোঁরা, স্টুডিও বা ট্রাভেল স্পট-একসঙ্গে ধরা দিচ্ছিলেন তাঁরা। যা নজরে আসতে স্বাভাবিকভাবেই তাঁদের মধ্যে সম্পর্কের গুঞ্জন ওঠে। এনিয়ে এতদিন নীরব ছিলেন দুই তারকা। তবে আপাতত তাঁরা যে আর সম্পর্ক নিয়ে রাখঢাক চান না, তা বেশ স্পষ্ট।
