সংবাদসংস্থা মুম্বই: বলি অভিনেত্রী কৃতি শ্যাননের প্রেম জীবন নিয়ে চর্চা চলতেই থাকে নেটিজেনদের মধ্যে। সম্প্ৰতি অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে ব্যবসায়ী কবির বাহিয়ার। এই চর্চিত প্রেমিকের সঙ্গেই কিছুদিন আগে জন্মদিনে গ্রিসে পাড়ি দিয়েছিলেন কৃতি। এমনটাই জানা গিয়েছিল মুম্বই সংবাদমাধ্যমের সূত্রে। কিন্তু নিজের মুখে এখনও পর্যন্ত প্রেমে সিলমোহর দেননি দু'জনের কেউই। 

এর মাঝেই মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে প্রকাশ্যে উঠে এসেছে কৃতির সম্পর্কের কথা। অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, সম্পর্কে মতবিরোধ হলে তিনি কি প্রথম ক্ষমা চাওয়ায় বিশ্বাসী? উত্তরে কৃতি জানান, যদি ভুল তাঁর হয়ে থাকে তাহলে অবশ্যই তিনিই প্রথম ক্ষমা চান। কিন্তু যদি তিনি বিন্দুমাত্র ভুল না করেন তাহলে কোনও মতেই তিনি ক্ষমা চান না। কিন্তু সম্পর্কের ভুল বোঝাবুঝি তাড়াতাড়ি মিটিয়ে নেওয়ায় নাকি বিশ্বাসী তিনি।  

অভিনেত্রীর কথায়, "সম্পর্কে ভুল বোঝাবুঝি বা ঝগড়া হলে আমি অনেক সময় নিজেকে আটকাতে পারিনা, কেঁদে ফেলি। যদিও এখন এই অভ্যাসটা কমে এসেছে। কিন্তু আগে বহুবার এমন হয়েছে অশান্তি হলেই আমার চোখে জল চলে এসেছে।"

কৃতির এই জবাবে অনুরাগীদের দাবি এইভাবেই হয়ত কবির বাহিয়ার সঙ্গে নিজের সম্পর্কের গুঞ্জনকে সত্যি প্রমাণ করলেন অভিনেত্রী। 

প্রসঙ্গত, এই মুহূর্তে কাজলের সঙ্গে তাঁর আসন্ন ছবি 'দো পট্টি'র জন্য প্রস্তুত হচ্ছেন অভিনেত্রী। 'দিলওয়ালে'র পর আবারও এই ছবির মাধ্যমে কাজলের সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে কৃতিকে।