সংবাদ সংস্থা মুম্বই: মুম্বইয়ের এক ক্যাফেতে বুধবার সন্ধ্যায় জমজমাট আবহে প্রকাশ পেল অনুরাগ বসুর আসন্ন সঙ্গীতনাট্য ‘মেট্রো ইন দিনো’-র প্রথম গান ‘জমানা লাগে’। উপস্থিত ছিলেন ছবির গোটা তারকা দল ও সঙ্গীতকারেরা। তবে গান ছাড়াও যেটা সবচেয়ে বেশি আলোড়ন ফেলল, তা হল প্রয়াত জনপ্রিয় অভিনেতা ইরফান খানকে ঘিরে আবেগঘন স্মৃতিচারণ।
অনুরাগ বসু স্পষ্ট করেই জানান— এই ছবি যদিও নতুন, এর আত্মা ঠিক আগের ছবির মতোই— ২০০৭ সালের আইকনিক ছবি লা’ইফ ইন মেট্রো’-র। সেই ছবিতে কঙ্কনা সেন শর্মার বিপরীতে ছিলেন প্রয়াত অভিনেতা ইরফান খান। এবার কেবল তিনিই ফিরেছেন সেই আসল দল থেকে, তবে এই ফেরা যেন স্মৃতির ধাক্কাতেই বিদ্ধ।
অনুরাগ বলেন— “একটা দৃশ্যের টোন ছিল আগের ছবির মতোই। হঠাৎই কঙ্কনা কেঁদে ফেলল। এখনও ভয় হচ্ছে কেউ যদি ইরফানকে নিয়ে প্রশ্ন করে… কারণ আমরা ওঁকে ভীষণ মিস করি। শুধু ওঁকে নয়, গায়ক কেকে-কে মিস করি, আরও অনেকে আছেন—যাঁরা আর নেই, অথচ আগের ছবিতে আমাদের সঙ্গী ছিলেন।”কঙ্কনা নিজেও জানান, “ইরফান-কেও ভুলতে জমানা লাগবে'—অর্থাৎ তাঁকে ভুলতে সময় নয়, একটা যুগ লেগে যাবে।”
স্মৃতির এই পটভূমিতে উঠে এলেন সঙ্গীতশিল্পী কেকে-ও। লাইফ ইন আ মেট্রো-র ‘আলবিদা’ ও ‘ও মেরি জান’ গেয়ে যিনি আজও অনুরাগীদের হৃদয়ে অমর।
‘মেট্রো ইন দিনো’ আসলে অনুরাগ বসুর ‘মেট্রো ট্রিলজি’-র শেষ অধ্যায়, ‘লাইফ ইন আ মেট্রো’ আর লুডো-র পরে। ২০২৫-এর ৪ জুলাই মুক্তি পেতে চলেছে ছবিটি, যেখানে আধুনিক সম্পর্কের ঘাত-প্রতিঘাত আর প্রেমের নতুন সংজ্ঞা তুলে ধরবেন পরিচালক।
এ ছবিতে কঙ্কনা সেন শর্মা ছাড়াও রয়েছেন অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠী, আদিত্য রায় কাপুর, সারা আলি খান, ফতিমা সানা শেখ, আলি ফজল, নীনা গুপ্তা ও শাশ্বত চট্টোপাধ্যায়। সঙ্গীত পরিচালনায় আছেন প্রিতম। প্রযোজনা করছেন ভূষণ কুমার।
