নিজস্ব সংবাদদাতা: স্বামী সুরজিৎ হরির সঙ্গে দূরত্ব বেড়েছে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের - এমন গুঞ্জন শোনা যাচ্ছিল টলিপাড়ায়। জল্পনায় জল ঢেলে দিয়ে শহরের বাইরে একান্তে সময় কাটালেন দু'জনে। সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন প্রযোজক সুরজিৎ।

পার্টি হোক বা প্রিমিয়ার, টলিউডের কোনও অনুষ্ঠানে বহুদিন একসঙ্গে দেখা যায়নি কনীনিকা এবং সুরজিৎকে। এমনকি বেশ কিছু প্রিমিয়ারে আলাদা সময়েও আসতে দেখা গিয়েছে তাঁদের। এরই মাঝে শুরু হয় গুঞ্জন, স্বামীর সঙ্গে নাকি দূরত্ব বেড়েছে কনীনিকার। যদিও নিজের ব্যক্তিগত জীবনের ছবি বা মুহূর্ত খুব বেশি কখনওই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেননি অভিনেত্রী। তবু ক'দিন ধরেই এই খবর শোনা যাচ্ছিল টলিউডের অন্দরে।

যদিও কনীনিকা জানিয়েছিলেন, বিচ্ছেদের খবর ভুল। তিনি নিজের পরিবার নিয়ে একটু ব্যস্ত আছেন, নিজের মতো করে সময় কাটাচ্ছেন। এবার বেশ কয়েকটি ছবি পোস্ট করে তাতেই সিলমোহর দিলেন তাঁর প্রযোজক স্বামী। তাতে দেখা যাচ্ছে, কনীনিকার সঙ্গে ঘুরতে গিয়ে দারুণ সময় কাটাচ্ছেন সুরজিৎ। কখনও সুইমিং পুলে, কখনও সমুদ্র সৈকতে, আবার কখনও রাস্তাতেই আরও কাছাকাছি দু'জনে। তাতেই প্রমাণিত, গুঞ্জন যা-ই বলুক, বিচ্ছেদ হয়নি টলিপাড়ার এই জুটির।