'কনে দেখা আলো' ধারাবাহিকটি টিআরপি তালিকায় সেরা ১০ -এ জায়গা না পেলেও, এই ধারাবাহিক নিয়ে দর্শকদের আগ্রহ, উত্তেজনা, কোনওটার কমতি নেই। এতদিন দেখানো হয়েছে, লাজু অনুভবদের বাড়ি থাকতে থাকতে তার প্রতি মায়া জন্মে গিয়েছে। ভালবেসে ফেলেছে। অন্যদিকে তাকে মেনে নেয়নি সুদেবের বাড়ির লোক। এমন অবস্থায় অনুভবের বাড়ি ফিরলেও সেখানে বনলতাকে অনুভবের কাছাকাছি যেতে দেখে সেটা সহ্য করতে পারেনি। এবার গল্পে আসছে নতুন চমক। শ্বশুরবাড়ি ফিরল লাজু।
সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে লাজু তার শ্বশুরবাড়ি ফিরে এসেছে। কোনও অনুষ্ঠান চলছে। পুজো হচ্ছে। বর সুদেবের সঙ্গে কাজ করছে। বাড়ির বাকিরাও রয়েছে। এমন সময় সেখানে হাজির হয় পাড়ার মাতব্বররা। জানিয়ে দেয় এই বাড়িতে লাজু থাকতে পারবে না। তাকে বিদায় করতে হবে। এই কথা শুনে সুদেব চেঁচিয়ে ওঠে তার বিরোধিতা করে। জানিয়ে দেয় তার স্ত্রী এখানেই থাকবে। কিন্তু সে বললেই তো হবে না! সুদেবের বাবা চায় না লাজু এখানে থাকুক। তিনি স্পষ্ট জানিয়ে দেন সময় হয়ে গিয়েছে লাজুকে বিদায় করার। বর না পারলেও, নিজের জন্য নিজের হয়ে রুখে দাঁড়ায় নায়িকা। জানিয়ে দেয় সে কোথাও যাবে না এখান থেকে। কারও সাহস থাকলে তাকে তাড়িয়ে দেখাক। একই সঙ্গে প্রতিবাদ করে কান্নায় ভেঙে পড়ে। জিজ্ঞেস করে, মেয়েমানুষ বলেই এত অপমান সইতে হচ্ছে তাকে? ঠিক তখনই ঘটে আরেক চমক!
লাজুর শ্বশুর বাড়ি এসে পৌঁছয় অনুভব। সে জানায়, যেখানে লাজুর সম্মান নেই সেখানে সে থাকবে না। তাকে সঙ্গে কর নিয়ে যাবে অনুভব। অনুভব একা নয়, তার সঙ্গে এসেছে তার স্ত্রী, বনলতাও। তবে অভিমানী লাজু তাকে থামিয়ে দেয়। জানিয়ে দেয় সে কোথাও যাবে না। এখানেই থাকবে। সংসার করবে সুদেবের সঙ্গে। এই বাড়ির বউ সে। এরপর গল্পের মোড় কোন দিকে ঘোরে, শেষ পর্যন্ত লাজুর ঠাঁই কোথায় হয় সেটাই দেখার। একই সঙ্গে তার এবং অনুভবের ভালবাসার কী পরিণতি হয় সেটা জানতে মুখিয়ে রয়েছে দর্শক।
এদিন প্রোমো প্রকাশ্যে আনতেই দর্শক প্রতিক্রিয়া জানিয়েছে। এক ব্যক্তি লেখেন, 'লাজু এসেছে ভাল হয়েছে। এবার সুদেবর সঙ্গে ওর সম্পর্কটার ইতি দেখান তাড়াতাড়ি।' আরেক ব্যক্তি লেখেন, 'তাড়াতাড়ি লাজু সুদেবের ডিভোর্স দেখিয়ে অনুভবের সঙ্গে মিল দেখান।' কারও কারও মতে লাজু সুদেব সেরা জুটি, কেউ আবার চায় অনুভবের সঙ্গে মিল। শেষ পর্যন্ত গল্পে কী হয় সেটাই দেখার।
প্রসঙ্গত, 'কনে দেখা আলো' ধারাবাহিকটি জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয়। এটি রাত ১০টা থেকে দেখা যায় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। তবে এই বিশেষ পর্বটি আগামী ২ জানুয়ারি, ২০২৬ -এ দেখানো হবে। এক ঘণ্টার মহাপর্ব সম্প্রচারিত হবে সেদিন এই ধারাবাহিকের।
