'কনে দেখা আলো' ধারাবাহিকে টিআরপি তালিকায় সেরা দশে জায়গা না বানাতে পারলেও গল্প দর্শকদের নজর কেড়েছে। বিশেষ করে অনুভব এবং লাজু ওরফে লাজবন্তীর প্রেমের পূর্বরাগের এই সময়টা সকলেরই ভাল লাগছে। এবার সেই গল্পে আসছে নতুন টুইস্ট! 

সম্প্রতি প্রকাশ্যে এসেছে 'কনে দেখা আলো' ধারাবাহিকের নতুন প্রোমো। দেখা যাচ্ছে ছাদে কাপড় শুকোতে গিয়েছে লাজু। তখনই সেখানে আসে অনুভবও। জানতে চায় যদি ওর প্রতি লাজুর কোনও অনুভূতি না থেকে থাকে, তাহলে কেন ওর জীবনে এল। এই প্রশ্নের জবাব না দিয়েই চলে যেতে চায় লাজু। কিন্তু তাকে বাধা দেয় অনুভব। হাত ধরে জানতে চায়, কী চলছে লাজুর মনের মধ্যে। এবার আর নিজেকে সামলে রাখতে পারে না সে। জবাবে কাঁদতে কাঁদতেই জানিয়ে দেয় তার রাগ হচ্ছে বনলতা অনুভবের জন্য কিছু করলে। সে সহ্য করতে পারছে না। এটা শুনেই অনুভব তাকে জানায় এই অনুভূতির নামই ভালবাসা। লাজু তাকেই ভালবাসে। প্রকারন্তরে যেন নিজের অনুভূতির কথাও জানিয়ে দিল অনুভব। এরপর কী হবে? কোন দিকে বাঁক নেবে তাদের চারজনের জীবন?

প্রসঙ্গত, সদ্যই বনলতার সঙ্গে আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে অনুভব। তাদের রেজিস্ট্রি, ফুলশয্যা হয়ে গিয়েছে। অনুভব, বনলতার ফুলশয্যার রাতেও লাজু পড়ে গিয়ে ব্যথা পেলে স্ত্রীকে ফেলে ছুটে আসে নায়ক। এমনকী বন্ধুকে বনলতা দেখতে না গেলেও কথা শোনায়। কিন্তু বিয়ের পর এভাবে দু'জনে নিজেদের অনুভূতি বোঝার পর কী ঘটবে? আবারও কি বদলে যাবে সমীকরণ? উত্তরটা আগামী দিনে পাওয়া যাবে। 

'কনে দেখা আলো' ধারাবাহিকটি জি বাংলায় সম্প্রচারিত হয়। এটি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়। মূলত দুটি বিবাহিত জুটির বিয়ের পর অদল বদল হয়ে যাওয়া, এবং তারপর কী ঘটে তাই নিয়েই এই ধারাবাহিকের গল্প। মুখ্য ভূমিকায় আছেন সাইনা চট্টোপাধ্যায়, নন্দিনী দত্ত, সোমরাজ মাইতি এবং মৈনাক ঢোল।