'কনে দেখা আলো' মাত্র কয়েক সপ্তাহ হল পথ চলা শুরু করেছে। কিন্তু অল্প দিনেই নজর কেড়েছে এই ধারাবাহিক। বলা ভাল, লাজবন্তী এবং অনুভবের জুটি, তাদের খুনসুটি, ঝগড়া দর্শকদের মনে ধরেছে। সম্প্রতি এই বনলতা ফিরে এসেছে অনুভবের জীবনে। তাদের মিল করানোর চেষ্টা করছে খোদ লাজবন্তী। কিন্তু সে যে অনুভবকেই মন দিয়ে বসে আছে সেটা টের পায়নি। অনুভবও কি তাই? নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই কোন চমক মিলল?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে কনে দেখা আলো ধারাবাহিকের সেখানে দেখা যাচ্ছে লাজু ওরফে লাজবন্তী পালানোর চেষ্টা করছে। পাঁচিল টপকানোর চেষ্টা করছে যখন লাজবন্তী সেই সময়ই তাকে ধরে ফেলে অনুভব। টেনে নামায়।
ধরা পড়ে লাজবন্তী জানায় সে পালাতে চায়। নইলে সে আত্মহত্যা করতে চায়। এই কথা শুনেই অনুভব তাকে জড়িয়ে ধরে। প্রায় কেঁদে ফেলে বলে, সুদেব যতক্ষণ না তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে সে তাদের বাড়িতেই থাকবে। তবে কি অনুভবও অজান্তেই ভালবেসে ফেলেছে লাজুকে?
উত্তর অজানা। লাজবন্তী, অনুভব, বনলতা এবং সুদেব, এই চারজনের জীবন এখন কোন খাতে বইবে সেটাই দেখার। তবে এই প্রোমো যে দর্শকদের বেজায় মনে ধরেছে সেটা কমেন্টের দিকে চোখ রাখলেই বোঝা যাচ্ছে। এক ব্যক্তি লেখেন, 'এই খুশিতে নাচতে ইচ্ছে করছে। কী দারুণ রোমান্টিক প্রোমো।' আরেকজন লেখেন, 'কী মিষ্টি বাবা রে বাবা! ওদের মিল দেখাবো চাই।' দর্শকরা ভালবেসে এই জুটিকে আবার 'অনুবন্তী' নাম দিয়েছে।
প্রসঙ্গত, 'কনে দেখা আলো' ধারাবাহিকটি জি বাংলার পর্দায় দেখা যায়। এটি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাত সাড়ে নয়টা থেকে সম্প্রচারিত হয়। মুখ্য ভূমিকায় রয়েছেন সোমরাজ মাইতি, সাইনা চট্টোপাধ্যায়, মৈনাক ঢোল এবং নন্দিনী চট্টোপাধ্যায়।
