নিজস্ব সংবাদদাতা: চলতি বছরে দ্বিতীয়বার মা হয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগেই তাঁদের পরিবারে নতুন সদস্য আসার খবর ভাগ করে নিয়েছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। এবারে মা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত। দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি। এখন তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের অন্যতম মুখ ছিলেন তিনি। কাজ করেছেন মুম্বইতেও। হিন্দি ধারাবাহিক ‘বান্নি চাও হোম ডেলিভারি-তে অভিনয় করেছিলেন মানসী যা ছিল বাংলার খুকুমণি হোম ডেলিভারির রিমেক।
কিছুদিন আগেই জি বাংলার ‘কোন গোপনে মনে ভেসেছে’ ধারাবাহিকে অহনার চরিত্রে অভিনয় শুরু করেছেন মানসী। তবে এর মধ্যেই দিলেন সুখবর, দ্বিতীয় বার মা হতে চলেছেন তিনি। তবে কাজ কিন্তু থামাননি তিনি ।জমিয়ে শুটিং করছেন। আজকাল ডট ইন-কে অভিনেত্রী বললেন, “আমি ভাল আছি। তবে চিকিৎসা বলেছেন আমার হাই রেস্ট প্রেগনেন্সি, সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। কিন্তু আমি শুটিং না করে থাকতেই পারব না। নিজেই গাড়ি চালিয়ে শুটিংয়ে আসছি। তবে বাড়িতে খুব আদরযত্ন পাচ্ছি। বিশেষ করে মেয়ে দারুণ খুশি, ও তো আমাকে প্রায় নড়তেই দিচ্ছে না বাড়িতে। সবকিছু হাতের কাছে এগিয়ে দিচ্ছে। আমার মেয়ে এখন মা হয়ে গেছে।”
আগামী মার্চ মাসে মা হতে চলেছেন মানসী। তবে শুটিং বন্ধ রাখতে নারাজ তিনি, মানসিকভাবে ভাল থাকার জন্য শুটিং করতেই হবে - এমনটাই জানিয়েছেন মানসী সেনগুপ্ত। অন্য এক সাক্ষাৎকারে মানসী এ প্রসঙ্গে জানিয়েছিলেন, তাঁর ইচ্ছে ছিল সেট থেকেই সোজা হাসপাতালে ডেলিভারির জন্য পৌঁছে যাবেন। যদিও সেটা সম্ভব নয়। আরও জানান, তাঁর প্রথমবার ডেলিভারি ছিল হাই রিস্কের। মেয়ে হয়েছিল প্রিম্যাচিওর। তাই এবারে গর্ভের সন্তানের কথা মাথায় রেখে বিশেষ সাবধানতা নিতেই হচ্ছে তাঁকে । তবে যেহেতু সেটের সকলে সবরকম সুবিধা করে দিতে প্রস্তুত, তাই আপাতত সেরকম অসুবিধেয় পড়েননি তিনি।
