পর্দায় আবারও ফিরছেন মিতিন মাসি—কোয়েল মল্লিক। বড়দিনে উন্মোচিত হবে নতুন রহস্যের জট। অরিন্দম শীল পরিচালিত ‘মিতিন মাসি’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘মিতিন একটি খুনির সন্ধানে’ থেকে প্রকাশ্যে এসেছে নতুন ঝলক। চেনা সেই ছন্দেই হাজির কোয়েল—সুতির শাড়ি, চোখে চশমা, খোলা চুল, আর হাতে বন্দুক—যা মুহূর্তেই নজর কেড়ে নিয়েছে দর্শকের।

মোশন পোস্টার প্রকাশের পরই অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। নির্মাতাদের ভাষায়, ‘একটি খুন, অজস্র মুখোশ। সত্যের সন্ধানে আবার ফিরছে মিতিন।’

এক মহিলার স্বামী হঠাৎ নিখোঁজ হয়ে যান। আতঙ্কে এবং হতাশায় ভেঙে পড়া স্ত্রী সাহায্যের জন্য দ্রুত যোগাযোগ করে মিতিনের সঙ্গে। এরপরই সামনে আসে এক খুনের ঘটনা। মিতিন যত এগোতে থাকে, ততই বেরিয়ে আসে আরও অনেক গল্প, আরও সন্দেহভাজন— ফের সে ফিরে আসে তার স্বভাবসুলভ অ্যাকশনে। রহস্য এবং প্রতিটি মোড়ে লুকিয়ে থাকা অদ্ভুত সব চমক ‘মিতিন একটি খুনির সন্ধানে’কে নিয়ে আগ্রহ চতুর্দিকে।

কোয়েলের সঙ্গেই এই ছবিতে দেখা যাবে শুভ্রজিত্‍ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শতাফ ফিগার, রোশনি ভট্টাচার্য, গৌরব চক্রবর্তী, অনসূয়া মজুমদার, দুলাল লাহিড়ীর মতো একাধিক জনপ্রিয় শিল্পী।

গোয়েন্দাধর্মী এই ছবিতে রয়েছে ভরপুর অ্যাকশন। গত বছর সেই অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় হাতও ভেঙে যায় কোয়েলের। তবে দমে থাকার পাত্রী নন নায়িকাও। সুস্থ হতেই আবার শুটিং ফ্লোরে ফেরেন তিনি। পরিচালকের নির্দেশ মতো শেষ করেন ছবির কাজ।

অরিন্দম জানিয়েছিলেন, এই ছবির শুটিংয়ে তাঁর দারুণ অভিজ্ঞতা হয়েছে এত ভাল একটা টিমের সঙ্গে কাজ করে খুশি তিনি। পরিচালক আশাবাদী এই ছবি সকলের ভাল লাগবে।

চলতি বছরের বড়দিনে বক্স অফিসে জমজমাট প্রতিযোগিতা দেখা যাওয়ার ইঙ্গিত মিলছে আগেই। বড় বাজেটের দুটি প্রতীক্ষিত ছবি—সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ এবং অভিজিৎ সেনের ‘প্রজাপতি ২’—এখনই দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে। সেই তালিকায় নতুন করে যুক্ত হলো অরিন্দম শীলের ‘মিতিন একটি খুনির সন্ধানে’।

তিনটি ছবিই জনপ্রিয় পরিচালক ও তারকা–সমৃদ্ধ হওয়ায় উৎসবের মরসুমে হলে ভিড় জমবে তা বলাই বাহুল্য। বড়দিনের ছুটিকে কেন্দ্র করে প্রতি বছরই মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা বাড়ে এবং প্রতিযোগিতাও ততটাই তীব্র হয়। এবার সেই টক্কর আরও আকর্ষণীয় হয়ে উঠবে—একদিকে আধ্যাত্মিক ছোঁয়া, অন্যদিকে পারিবারিক বিনোদন, আর তৃতীয়দিকে ধারালো রহস্য–রোমাঞ্চ নিয়ে হাজির মিতিন। ফলে বক্স অফিসে লড়াই যে চূড়ান্ত উত্তেজনা সৃষ্টি করবে, তা আর আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না।