বড়দিনের ছুটিতে রহস্যের সমাধান, বা বলা ভাল খুনের কিনারা করতে বড়পর্দায় ফিরছে 'মিতিন মাসি'। সুচিত্রা ভট্টাচার্যের গল্প অবলম্বনে আসছে অরিন্দম শীলের নতুন ছবি 'মিতিন- একটি খুনির সন্ধানে'। শুক্রবার সেই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এল। 

ছবির টিজারের শুরুতেই দেখা যাচ্ছে নেপথ্যে কণ্ঠে কেউ প্রশ্ন করছেন 'মহিলা গোয়েন্দা বিষয়টা কীরকম? যে রাঁধে, সে চুলও বাঁধে?' অন্যদিকে পর্দায় কোয়েল মল্লিক ওরফে 'মিতিন মাসি'কে অ্যাকশন ফর্মে দেখা যায়। কখনও তিনি কাউকে দৌড়ে চেজ করছেন, তো কখনও বাইক নিয়ে। এরপরই নায়িকা পাল্টা জবাবে বলে ওঠেন 'যে দাড়ি কামায়, সেও রাঁধে তো!' সঙ্গে এক লাথিতেই ধরাশায়ী করেন দুষ্কৃতিকে। গল্পে দেখা যাবে, সাহেব চট্টোপাধ্যায় খুন হবেন, তিনি কে, কেন তাঁকে খুন করা হল, কেই বা করল? শেষ দু'টো প্রশ্ন তো মিতিন ছবিতে খুঁজে বের করবেন। কিন্তু সাহেবকে, তাঁর চরিত্রটা কী সেটা জানার জন্যেও ছবির জন্য অপেক্ষা করতে হবে। কারণ প্রথম ঝলকে কিছুই স্পষ্ট করা হয়নি। এই খুনের কিনারা করতেই নামবেন মিতিন। ত্রিকোণ প্রেমের গভীর রহস্য, নাকি নেপথ্যে লুকিয়ে আছে অন্য কোনও কারণ? সে যাই হোক, 'মিতিন মাসি' হয়ে পুনরায় বড়পর্দায় আসবেন কোয়েল মল্লিক। তবে এবারের চমক হিসেবে নায়িকাকে আরও বেশি অ্যাকশন করতে দেখা যাবে। শুধুই কি তাই? এবার তাঁকে বাইক চালাতেও দেখবেন দর্শকরা। টিজার দেখে রীতিমত উচ্ছ্বসিত দর্শকরা। 

প্রসঙ্গত আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'মিতিন মাসি' থুড়ি, 'মিতিন- একটি খুনির সন্ধানে'। নাম ভূমিকায় রয়েছেন কোয়েল মল্লিক। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন সাহেব চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, লেখা চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, গৌরব চক্রবর্তী, অরিজিৎ গুহ, দুলাল লাহিড়ি, শাতাফ ফিগার, রোশনি ভট্টাচার্য, প্রমুখ। ছবির পরিচালনা করেছেন অরিন্দম শীল। প্রযোজনার দায়িত্বে সুরিন্দর ফিল্মস। জিৎ গঙ্গোপাধ্যায় এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন। 

বড়দিনে মিতিন একটি খুনির সন্ধানে ছবিটি বক্স অফিসে মুখোমুখি হবে সৃজিত মুখোপাধ্যায়ের লহ 'গৌরাঙ্গের নাম রে' এবং দেব অভিনীত, অভিজিৎ সেন পরিচালিত ছবি 'প্রজাপতি ২' -এর। লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে মুখ্য ভূমিকায়, মানে চৈতন্যদেবের ভূমিকায় দেখা যাবে দিব্যজ্যোতি দত্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং ইন্দ্রনীল সেনগুপ্তকে। থাকবেন ব্রাত্য বসু, ইশা সাহা, প্রমুখও।