ভাইফোঁটায় মুক্তি পাওয়া অন্নপূর্ণা বসুর ‘স্বার্থপর’ দেখে চোখে জল দর্শকদের। বহু বছর পর আবার বড় পর্দায় বাবা-মেয়ে রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক জুটি। যদিও এই গল্প আসলে দুই ভাই বোনের এবং পৈতৃক সম্পত্তির উপর  তাদের অধিকারবোধের। যে ঘটনা আসলে প্রত্যেকটা বাড়িতেই হয়ে চলেছে, তাই সাধারণ মানুষ এই ছবি দেখে নিজেদের সঙ্গে খুব সহজ মেলাতে পারছেন। নন্দনে ভাল বাংলা ছবি দেখতে সব সময় ভিড় জমান দশকেরা। তবে দুঃখের বিষয় নন্দনের দেখা যাচ্ছে না ‘স্বার্থপর’। সেই কারণে খানিকটা মন খারাপ হলেও সুখবর দিলেন অভিনেত্রী কোয়েল।

কোয়েল বললেন, “এই মুহূর্তে নন্দনে স্বার্থপর দেখা যাচ্ছে না, তবে আমি জানি বাঙালি দর্শক নন্দনে এসে বাংলা ছবি দেখেন, এমনকি যথেষ্ট ভিড় জমান। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে না কারণ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে। সেই কারণে এখন কোনও ছবিই নন্দনে দেখা যাচ্ছে না। তবে আমি শুনলাম ১৫ তারিখের পর থেকে আবার আগের মতো করে নন্দনে বাংলা ছবি দেখতে পাবেন দর্শকেরা। সেই সময় নিশ্চয়ই ‘স্বার্থপর’ নন্দনে আসবে,এবং আরও দর্শকের কাছে পৌঁছে যাবে। দর্শকেরা এই ছবিকে এতটা ভালবাসা দিচ্ছেন যে আমি কৃতজ্ঞ। প্রত্যেক হল ভিজিটে গিয়ে আমি সেটা দেখতে পেয়েছি। আশা করি নন্দনে যখন এই ছবি আসবে, দর্শকেরা আরও বেশি করে এই ছবি দেখবেন। আমি নিজেও সেই অপেক্ষাতেই আছি।”

নভেম্বরের ৬ থেকে ১১ তারিখ নন্দনে চলবে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেই কারণে এই মুহূর্তে সেজে উঠছে নন্দন। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রেস কনফারেন্সে এসে এই সুখবর দিলেন কোয়েল মল্লিক। এমন একটি বাঙালিয়ানায় ভরপুর ছবি বহুদিন বাদে দর্শকেরা অত্যন্ত উপভোগ করছেন। বিশেষ করে যে সমস্যা ঘরে ঘরে, তা যেন চোখের সামনে দেখতে পাচ্ছেন। উপরি পাওনা ছবিতে রয়েছেন রঞ্জিত মল্লিক। এই সব মিলিয়ে প্রথম দিন থেকেই এই ছবিকে অত্যন্ত ভালবাসা দিচ্ছেন দর্শকেরা। যা দেখে আপ্লুত কোয়েল নিজেও। এতদিন বাদে বাবার সঙ্গে বড় পর্দায় কামব্যাক। তাই প্রথম থেকেই এই ছবি নিয়ে অত্যন্ত আশাবাদী ছিলেন তিনি।

‘স্বার্থপর’ নিয়ে কোয়েল বলেছিলেন, এই ধরনের বাঙালি আনায় ভরপুর ছবি এখন অনেকটাই কমে গিয়েছে, যা অত্যন্ত দরকার। যে বিষয়ে মানুষেরা নিজেদের সঙ্গে মেলাতে পারেন, সেই ধরনের ছবি কম হচ্ছে। তাই এই ধরনের ছবি আবার হলমুখী করতে পারে দর্শকদের। ঠিক সেটাই হল এই ছবির ক্ষেত্রে। কেনওরকম বাড়তি প্রচার ছাড়া দর্শকেরা এই ছবি দেখার জন্য হল ভরিয়ে দিচ্ছেন। আসলে ছবির গল্প এই সময় কতটা গুরুত্বপূর্ণ, তা যেন আবার প্রমাণ করে দিল ‘স্বার্থপর’। ১৫ নভেম্বরের পর থেকে হল ভরিয়ে দর্শকেরা এই ছবি নন্দনে দেখবেন এমনটাই আশা করছেন কোয়েল মল্লিক।