দ্বিতীয়বার মা হওয়ার পর গত জানুয়ারিতে ক্যামেরার সামনে আসেন কোয়েল মল্লিক। কয়েক দিন আগেই ছেলে কবীরের নামের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখেন কাব্য। সপ্তমীতে প্রথমবার মেয়েকে সামনে আনলেন অভিনেত্রী। দেবী দুর্গার সামনে মেয়েকে কোলে নিয়ে মিষ্টি ছবি পোস্ট করেছেন ‘টলি কুইন’। 

২০১৩ সালের ১ ফেব্রুয়ারি নিসপাল সিং রানেকে বিয়ে করেছিলেন কোয়েল। এরপর ২০২০ সালের বিবাহবার্ষিকীর দিন সকলকে মা হওয়ার সুখবর দেন তিনি। সেবছর ৫ মে কোয়েল-নিসপালের কোল আলো করে আসে কবীর। গত বছর ডিসেম্বরে মেয়ের মা হয়েছেন রঞ্জিত মল্লিক কন্যা। কিন্তু এতদিনে মেয়ের মুখ সামনে আনেননি অভিনেত্রী। কয়েক দিন আগে একরত্তির নাম প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন ছিল, তবে কি চলতি বছর পুজোয় মেয়ের মুখ দেখাবেন কোয়েল? জল্পনাই সত্যি হল।

আরও পড়ুনঃ পুজো মণ্ডপে দুই কনের আহ্লাদ, ষষ্ঠী রাত কীভাবে কাটালেন নন্দিনী-সাইনা?

দুর্গাপুজোর আবহে মেয়ের সঙ্গে আলাপ করালেন কোয়েল। ছেলে-মেয়ে ও নিসপালের সঙ্গে মল্লিক বাড়ির পুজোয় সপরিবারে ছবি পোস্ট করেন তিনি। একটি ছবিতে হালকা সি গ্রিন রঙের সিল্কের শাড়িতে মেয়েকে কোলে নিয়েছিলেন অভিনেত্রী। আরও একটি ছবিতে বাবার কোলে ছোট্ট কাব্য। ভাই-বোন দু’জনেই ম্যাচ করে পরে হলুদ পোশাক। কবীরের পরনে ছিল হলুদ পাঞ্জাবি ও সাদা পায়জামা আর বোন পরেছিল হলুদ ঘাগড়া ও মাথায় ছোট্ট ঝুঁটি। মিষ্টি হাসিতে সকলের মন ভুলিয়েছে কাব্যা। 

অভিনেত্রী মেয়ের ছবি পোস্ট করার পরই উপচে পড়েছে শুভেচ্ছা বার্তা। মিমি চক্রবর্তী, পার্নো মিত্র সহ অসংখ্য মানুষ তারকা দম্পতিকে ভালবাসায় ভরিয়েছেন। মায়ের মতোই মেয়েকে দেখতে হয়েছে বলে প্রতিক্রিয়া জানিয়েছেন একাধিক নেটাগরিক।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Koel Mallick (@yourkoel)