জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে জুটি হিসেবে দর্শক দেখছেন জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়কে। পর্দায় তাঁরা ‘আর্য’ ও 'অপু'র চরিত্রে দর্শকের মন জয় করেছেন। অল্প দিনের মধ্যেই সিরিয়ালপ্রেমীদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। পর্দায় 'আর্য-অপর্ণা'র কেমিস্ট্রি দেখলে চোখ ফেরানো যায় না। কিন্তু পর্দার রসায়ন গাঢ় হলেও তাল কেটেছে বাস্তবে। জীতু কমলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন দিতিপ্রিয়া রায়। সোমবার রাতে একটি পোস্ট করে অভিনেত্রী জানান, তাঁকে নানা সময় নানা আপত্তিজনক মেসেজ পাঠিয়েছেন নায়ক। তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রকাশ্যেই।
দিতিপ্রিয়ার অভিযোগের পরেই দর্শকমহলের একাংশের ক্ষোভের মুখে পড়েন জীতু। অভিনেতার চরিত্র নিয়েও ওঠে সওয়াল। তার জবাবেই দিতিপ্রিয়ার সঙ্গে কথোপকথনের বেশ কয়েকটি স্ক্রিনশট পোস্ট করে নিজের বক্তব্য জনসমক্ষে রেখেছেন। সেই পোস্টে অভিনেতা লেখেন ‘আমি সামনাসামনি কথা বলি না। সত্য কথা। আমি স্টুডিওতে গিয়ে নিজের কাজ ছাড়া অন্য কোন বিষয় নিয়ে চর্চা করি না।সত্য কথা।আমি হোয়াটসঅ্যাপে ওর সঙ্গে কথা বলি সত্য কথা।কিন্তু, কী কথা বলি সেটাই নিয়েই তো প্রশ্ন! এই নিন।(নিজের বাবা-মার সম্মানার্থে আমি সবার সামনে আনতে বাধ্য হলাম।) আমি সবটা আপনাদের সামনে তুলে ধরলাম, যদি বলেন ভুল,সরাসরি বলবেন আমি নিজেকে পাল্টে নেবো।” (পোস্টদাতার বানান অপরিবর্তিত)। এরপর ফের জিতুর বিরুদ্ধে এক সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দেন দিতিপ্রিয়া। জিতুকে যেন সমর্থন জানায় নেটপাড়ার একাংশ, উল্টোদিকে অভিনেতার বিরুদ্ধেও মন্তব্য করেছেন একাধিক নেটিজেন। সওয়াল করছেন দিতিপ্রিয়ার হয়েও। এবার এই বিষয়টির সঙ্গে জড়িয়ে গেল অভিনেতা-চিকিৎসক কিঞ্জল ননদের নাম!
এক সময় অভিনেতা-চিকিৎসক কিঞ্জল নন্দকে নাকি ফোনে গালিগালাজ করেছিলেন জিতু কমল। সেটা অবশ্য কিঞ্জল নিজেই দিতিপ্রিয়ার কমেন্ট বক্সে জানিয়েছেন। সেই পোস্টটি রিশেয়ার করতেই ঝড়ের গতিতে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বৃহস্পতিবার সকালেই দ্বিতীয়বার বাবা হয়েছেন কিঞ্জল। পরিবারে এখন খুশির আমেজ। এর মাঝেই ভাইরাল হওয়া এই পোস্ট নিয়ে মুখ খুললেন কিঞ্জল। তিনি সাফ জানিয়েছেন, এটি সম্পূর্ণ তাঁর ও জিতুর ব্যক্তিগত বিষয়। নিজেদের মধ্যে সেই বিবাদ মিটিয়ে নিয়েছেন। সেটা নিয়ে কোনওরকম চর্চা হোক একদমই চান না অভিনেতা।
কিঞ্জল তাঁর পোস্টে লিখেছেন, “জীতুর সঙ্গে যা হয়েছে সেটা আমার আর জীতুর ব্যাক্তিগত। আমারও খারাপ লেগেছিল ওঁর-ও কিছু খারাপ লাগা ছিল। কিন্তু, সবকিছুর বাইরে গিয়ে এইটুকু বলব ও অভিনেতা হিসেবে যথেষ্ট ভাল মানুষ হিসেবেও। আমার আর ওঁর বিষয়টা আমরা মিটিয়ে নিয়েছি। সবটা মিটে যাক। সিরিয়ালটি সবাই মিলে দেখুন। ভালবাসা রইল সবাইকে।” অর্থাৎ জীতুর চরিত্র নিয়ে বিতর্কে কিঞ্জল বুঝিয়ে দিলেন তাঁর সমর্থন অপরাজিত ছবির নায়কের দিকেই।
যদিও এইমুহূর্তে দ্বিতীয়বার বাবা হওয়ার আনন্দ উদযাপন করছেন অভিনেতা-জুনিয়র চিকিৎসক কিঞ্জল। সোশ্যাল মিডিয়ায় কন্যা সন্তানের খবর নিজেই শেয়ার করেছেন অভিনেতা। ভালোবাসা-শুভেচ্ছায় ভাসছেন দম্পতি। কমেন্ট বক্সে ছোট্ট সোনাকে আদরে ভরিয়ে দিয়েছেন বন্ধু-বান্ধব, সহকর্মী ও নেটনাগরিকরা। সুখবর পোস্ট করে কিঞ্জল লিখেছেন, “আমাদের ঘরে এল দ্বিতীয় সন্তান। এই বিশ্বের কাছে আমি ঋণী। আমার পরিবার, ভগবানকে ধন্যবাদ। সর্বোপরি নম্রতা ভট্টাচার্য তোমাকে অনেক ধন্যবাদ, সেই সঙ্গে অফুরন্ত ভালবাসা।”
