নিজস্ব সংবাদদাতা: প্রথম বার বড়পর্দায় জুটি বাঁধছেন কিঞ্জল নন্দ ও প্রিয়াঙ্কা সরকার। ছবিতে উঠে আসবে দাম্পত্য কলহ। গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে চন্দন সেনকে।
কুমার চৌধুরীর পরিচালনায় আসছে 'ডু নট ডিসটার্ব'। গল্পে দীর্ঘ দিনের দাম্পত্য জীবনে চরম বিবাদ ঝর্ণা ও কৃশানুর। অবস্থা এমন যে বিবাহবিচ্ছেদের মুখে তাঁরা। আদালতে চলছে বিবাহবিচ্ছেদের মামলা। বিচারকের নির্দেশ, ভাঙার আগে সম্পর্ক পুনরায় ঝালিয়ে নেওয়া হোক। সেই মতো গেলেন ঘুরতে। সেখানে গিয়েই জড়িয়ে পড়লেন অন্য এক ঝামেলায়।
এদিকে স্বামীকে ঠকিয়ে পরকীয়ায় জড়িয়েছে ঝর্ণা। অন্যদিকে, অফিসের সহকারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে কৃশানু। দম্পতির একটি ছোট মেয়েও রয়েছে। সম্পর্ক ভেঙে যাওয়ার আগে শেষ চেষ্টা করতে ও সময় কাটাতে একটি রিসর্টে গিয়েছেন জুটিতে। ওই রিসর্টে এমন একজন মানুষ আসে তাদের জীবনে, যার হাত ধরে বদলে যায় দম্পতির জীবন। আর সেই ব্যক্তির চরিত্রেই দেখা যাবে চন্দন সেনকে।
কিঞ্জল, প্রিয়াঙ্কা ও চন্দন সেন ছাড়াও গল্পের অন্যান্য চরিত্রে দেখা যেতে চলেছে দেবপ্রতিম দাশগুপ্ত, দুলাল সরকার, লগ্নজিতা দাসকে। ছবিতে থাকছে দুর্নিবার সাহা ও সুরজিৎ চ্যাটার্জীর কণ্ঠে গান। চলতি বছরই 'ইতি তোমার সিনেমাওয়ালা' প্রযোজনা সংস্থার ব্যানারে মুক্তি পাবে ছবিটি।
