সংবাদ সংস্থা মুম্বই:  বলি তারকাদের সঙ্গে প্রায়ই দেখা যায় ওরিকে। কিন্তু তিনি ঠিক কী করেন, তা এখনও কারও কাছে স্পষ্ট নয়। ‘মহব্বতেঁ’ ছবিখ্যাত অভিনেত্রী কিম শর্মা বহু বছর ধরে পর্দায় না এলেও, ওই একটি ছবির জন্যই দর্শকের মনে রয়ে গিয়েছেন তিনি।  সম্প্রতি ওরহান আওয়াত্রামানি ওরফে নেটপ্রভাবী ওরিকে নিয়ে চমকপ্রদ মন্তব্য করেছেন তিনি। জানিয়েছেন, ওরি যে সমাজমাধ্যমে পরিচিত ও জনপ্রিয় হয়েছেন, তার পিছনে হাত রয়েছে তাঁর! সহজ কথায়, ওরির সমাজমাধ্যম সামলানোর দায়িত্বে রয়েছে কিমের উপরেই।  প্রাক্তন এই বলি-অভিনেত্রীর মতে, সাম্প্রতিক সময়ে সমাজমাধ্যমে ওরি “সবচেয়ে সফল সামাজিক পরীক্ষা!” 

 

ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে কিম বলেন, “আমরা ওরিকে নিয়ে খুব একটা প্রশ্নের উত্তর দিই না। তবে আমি বলব, ও এই সময়ের অন্যতম সফল সামাজিক পরীক্ষা। ওরি কিন্তু অত্যন্ত বুদ্ধিমান, সুপরিকল্পিত এবং লক্ষ্যনিষ্ঠ। তার উপর ও নতুন প্রজন্মের প্রতিনিধি। ইতিমধ্যেই ও একটা ‘এলিভেটেড’ জেনারেশনের ‘সুপার এলিভেটেড’ প্রতিনিধি। এক কথায়, ও ‘প্লাস প্লাস’।”

 

ওরির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কিম আরও জানান, “আমাদের বন্ধুত্ব-ও কিন্তু  খুব স্বাভাবিকভাবে তৈরি হয়েছিল। আমরা নিজেরাই সিদ্ধান্ত নিই একসঙ্গে কাজ করার।” তিনি আরও বলেন, “ ওরিকে নিয়ে আমাদের লক্ষ্য কখনই সাময়িক ভাইরাল করা  ছিল না। বরং আমরা চেয়েছিলাম সমাজমাধ্যমে ওরির দীর্ঘস্থায়ী এবং প্রভাবশালী উপস্থিতি গড়ে তুলতে। যাতে নাম বললেই মানুষ ওকে চিনতে পারেন। আর আজ ঠিক তাই-ই হয়েছে।”

 

বৈষ্ণোদেবী মন্দিরের পথে কাটরায় মদ্যপান করে বিপাকে পড়েছেন ওরি তথা ওরহান অবাত্রামণি। মন্দিরের আশপাশের এলাকায় মদ্যপান করা বা আমিষ খাওয়া নিষিদ্ধ। কিন্তু কাটরার এক হোটেলে সাত বন্ধুর সঙ্গে মদ্যপান করছিলেন ওরি, যার জেরে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগও উঠেছে তাঁর ভিত্তিতে। দিন কয়েক আগের ঘটনায় ওরি ও তাঁর সাত বন্ধুকে আটক করে জম্মু-কাশ্মীর পুলিশ।