সংবাদ সংস্থা মুম্বই: একটি শো, যা শুধুমাত্র জ্ঞানভিত্তিক কুইজ নয়, বরং গোটা একটি প্রজন্মের টেলিভিশন স্মৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। হ্যাঁ, আবারও ফিরছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’—এবং এবার তা ১৭তম সিজনে পা রাখতে চলেছে। অমিতাভ বচ্চনের স্বমহিমায় সঞ্চালিত এই কালজয়ী কুইজ শো ১১ অগাস্ট থেকে সোম থেকে শুক্র—রোজ রাত ৯টায় সম্প্রচারিত হবে সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এবং সোনি লিভ (Sony LIV)-এ।
নির্মাতা ও চ্যানেলের পক্ষ থেকে শো-এর প্রথম আনুষ্ঠানিক প্রোমো প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার। শো-এর এবারের প্রচার-অভিযানের স্লোগান, “জ্ঞানই আসল স্টাইল” — এমন বার্তাই যেন তুলে ধরছে নতুন সিজন। প্রোমোতে অমিতাভ বচ্চনের সংক্ষিপ্ত কিন্তু ব্যতিক্রমী সংলাপ, “1আপনাদের কি জানা আছে, ১১ আগস্ট থেকে আমার অ্যাপয়েন্টমেন্ট ?” ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
তবে শুধু প্রচারেই থেমে থাকেননি 'বিগ বি'। নিজের ব্লগে একটি আবেগঘন পোস্টে তিনি লিখেছেন কেবিসি (KBC)-র সঙ্গে তাঁর ২৫ বছরের আত্মিক সম্পর্কের কথা। জানিয়েছেন, এই শো শুধুমাত্র একটি কাজ নয়, বরং এক ধরণের যাত্রা—যেখানে দর্শকদের সঙ্গে তৈরি হয়েছে এক অদ্ভুত, ব্যক্তিগত সেতুবন্ধ।
উল্লেখ্য, ২০০০ সালের ৩ জুলাই প্রথম সম্প্রচারিত হয়েছিল ‘কৌন বনেগা ক্রোড়পতি’। তখন থেকেই এটি ভারতীয় টেলিভিশনের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় হিসেবে চিহ্নিত। শহর থেকে গ্রাম, স্টুডেন্ট থেকে প্রবীণ—কেবিসি হয়ে উঠেছিল ঘরে ঘরে পরিচিত এক নাম। এরপর কেটে গিয়েছে ২৫ বছর। তারপরেও সেই উত্তেজনা অমলিন। তাই চলতি বছরের কেবিসি শুধুমাত্র আরেকটি সিজন নয়, বরং একটি গৌরবময় ঐতিহ্যের উদযাপনও বটে। তথ্য, সংযোগ ও আবেগের এই মিশ্রণ নিয়েই ফের পর্দায় ফিরছেন অমিতাভ বচ্চন—‘ক্রোড়পতি’ হবার স্বপ্নকে আবার জাগিয়ে তুলতে। আর তাঁর নিরুচ্চারিত প্রশ্ন একটাই—আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে তো?
