'ধুরন্ধর' ঝড়ের মাঝে 'তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি' ছবি তেমন ভাল ব্যবসা করতে পারছে না। প্রতিক্রিয়াও মিশ্র পেয়েছে দর্শক এবং সমালোচকদের থেকে। এদিকে ছবি মুক্তি পেতে না পেতেই ছুটির মুডে কার্তিক আরিয়ান। বছরের শুরুতেই গোয়ায় ছুটি কাটাচ্ছেন তিনি। আর তাঁর সেই ট্রিপের ছবি থেকেই দুইয়ে দুইয়ে চার করে অভিনেতার প্রেম জীবনের 'টিপস' খুঁজে পেল নেটপাড়া।
এতদিন কানাঘুষোয় শোনা যাচ্ছিল অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে নাকি প্রেম করছেন কার্তিক আরিয়ান। যদিও এই বিষয়ে মুখ খোলেননি কেউ। আর বছরের গোড়াতেই সেই চর্চা অস্ত গেল অভিনেতার সঙ্গে নতুন নাম জুড়ে যাওয়ায়। সম্প্রতি কার্তিক আরিয়ান গোয়ার যে বিচে শুয়ে ছবি দিয়েছেন, সেই এক বিচে, একই জায়গা থেকে শুয়ে ছবি দিয়েছেন এই রহস্যময়ী। কিন্তু কে তিনি? জানা গিয়েছে এই রহস্যময়ীর নাম করিনা কুবিলিয়ত। তিনি গ্রিসের বাসিন্দা। কিন্তু বর্তমানে ইংল্যান্ডে থেকে পড়াশোনা করছেন। সূত্রের খবর বলছে যুবতীর বয়স মাত্র ১৮! অর্থাৎ টিনএজার।
কিন্তু কী দেখে এই চর্চা শুরু হল? করিনা এবং কার্তিক যেখান থেকে ছবি পোস্ট করেছেন দুটি জায়গার ব্যাকগ্রাউন্ড এক। এমনকী তাঁরা যে চেয়ারে বসে রয়েছেন তার তোয়ালে এক। এক বিচ এবং ছবি তোলার সময় ও অ্যাঙ্গেল। কার্তিক নাকি ইনস্টাগ্রামে করিনাকে ফলো করতেন। যদিও এই প্রেম চর্চা শুরু হওয়াতেই তাঁরা একে অন্যকে আনফলো করেছেন। তাতে জল্পনার আগুনে জল পড়ার বদলে যেন ঘি পড়েছে। আরও বেড়ে গিয়েছে চর্চা।
তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, কার্তিক আরিয়ানের নাম এই প্রথম কোনও মহিলার সঙ্গে জুড়ল সেটা নয়। এর আগেও তাঁর সহঅভিনেতা অনন্যা পাণ্ডে, শ্রীলীলা, প্রমুখের সঙ্গে প্রেমের জল্পনা শোনা গিয়েছিল। কিন্তু সেগুলো কোনওটাই পূর্ণতা পায়নি। বরং চলে গিয়েছে অতীতের খাতায়। তবে এই টিনএজারের সঙ্গে তিনি সত্যিই প্রেম করছেন কিনা, বা তার জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার।
প্রসঙ্গত সদ্যই কার্তিক আরিয়ানের বোনের বিয়ে হল। সেই অনুষ্ঠানের স্মৃতি হাতড়ে, অজানা কথা কপিল শর্মার শোতে এসে ফাঁস করে দেন। জানান তিনি তাঁর নিজেরই বোনের বিয়েতে আমন্ত্রিত অতিথি ছিলেন। সব দায়, দায়িত্ব সামলেছেন তাঁর বোন এবং মা। মজা করে জানান তিনি যে বোনের বিয়েতে নেচেছেন তার জন্যও নাকি টাকা দেওয়া হয়নি তাঁকে।
