'তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি' মুক্তি পেতে না পেতেই ছুটির মুডে কার্তিক আরিয়ান। বছরের শুরুতেই গোয়ায় ছুটি কাটাচ্ছেন তিনি। আর তাঁর সেই ট্রিপের ছবি থেকেই দুইয়ে দুইয়ে চার করে অভিনেতার প্রেম জীবনের 'টিপস' খুঁজে পেল নেটপাড়া। এতদিন কানাঘুষোয় শোনা যাচ্ছিল অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে নাকি প্রেম করছেন কার্তিক আরিয়ান। যদিও এই বিষয়ে মুখ খোলেননি কেউ। আর বছরের গোড়াতেই সেই চর্চা অস্ত গেল অভিনেতার সঙ্গে নতুন নাম জুড়ে যাওয়ায়। সম্প্রতি কার্তিক আরিয়ান গোয়ার যে বিচে শুয়ে ছবি দিয়েছেন, সেই এক বিচে, একই জায়গা থেকে শুয়ে ছবি দিয়েছেন এই রহস্যময়ী। কিন্তু কে তিনি? জানা গিয়েছে এই রহস্যময়ীর নাম করিনা কুবিলিয়ত। তিনি গ্রিসের বাসিন্দা। কিন্তু বর্তমানে ইংল্যান্ডে থেকে পড়াশোনা করছেন। সূত্রের খবর বলছে যুবতীর বয়স মাত্র ১৮! অর্থাৎ টিনএজার।
এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল নেটপাড়ায়। নেটিজেনদের একাংশ তাঁকে কার্তিকের নতুন প্রেমিকা হিসেবে ধরেই নিয়েছিলেন। কিন্তু এবার সমস্ত জল্পনা-কল্পনাকে উড়িয়ে দিয়ে মুখ খুললেন করিনা। তাঁর একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। লুইস নামের এক নেটিজেনের মন্তব্যের জবাবে তিনি সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। করিনা লিখেছেন, 'আমি ওর গার্লফ্রেন্ড না। লুইসভাই চুপ করো।' সঙ্গে তিনি হাসির ইমোজি জুড়েছেন।
কিন্তু কী দেখে এই চর্চা শুরু হল? করিনা এবং কার্তিক যেখান থেকে ছবি পোস্ট করেছেন দুটি জায়গার ব্যাকগ্রাউন্ড এক। এমনকী তাঁরা যে চেয়ারে বসে রয়েছেন তার তোয়ালে এক। এক বিচ এবং ছবি তোলার সময় ও অ্যাঙ্গেল। কার্তিক নাকি ইনস্টাগ্রামে করিনাকে ফলো করতেন। যদিও এই প্রেম চর্চা শুরু হওয়াতেই তাঁরা একে অন্যকে আনফলো করেছেন। তাতে জল্পনার আগুনে জল পড়ার বদলে যেন ঘি পড়েছে। আরও বেড়ে গিয়েছে চর্চা।
প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে কার্তিক আরিয়ানকে সর্বশেষ দেখা গেছে 'তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি' ছবিতে। অনন্য পাণ্ডের সঙ্গে তাঁর এই ছবিটি ২০২৫-এর বড়দিনে মুক্তি পেয়েছিল। তবে বক্স অফিসে তেমন সাড়া জাগাতে পারেনি এই ছবি। এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছিলেন করণ জোহর এবং আদর পুনাওয়ালার ধর্মা প্রোডাকশন ও নমহ পিকচার্স। কানাঘুষো আবার শোনা যাচ্ছে, ছবিতে কাজ করতে গিয়ে নাকি ফের প্রাক্তন প্রেমিকা অনন্যার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে কার্তিকের। তবে প্রেম সংক্রান্ত কোনও গুঞ্জনকেই পাত্তা দেন না কার্তিক আরিয়ান।
