সংবাদ সংস্থা মুম্বই: ঝগড়া-ঝামেলা কাটিয়ে ফের একসঙ্গে কাজ করার কথা অনেকদিন ধরেই ভাবছিলেন কর্ণ ও কার্তিক দু’জনেই। এবার তাতে পড়ল সিলমোহর। করণের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনস-এর নয়া ছবিতে নায়ক হিসাবে ঘোষণা হল কার্তিকের নাম। ছবির নাম 'তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি'। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন সমীর বিদ্বানস। প্রযোজনার দায়িত্ব যে সামলাবেন করণ, সেকথা বলাই বাহুল্য। 

 

বড়দিন উপলক্ষে অনুরাগীদের যৌথভাবে এই উপহার দিলেন কার্তিক-করণ। ইন্সটাগ্রামে এই ছবিতে নিজের চরিত্র 'রে'-এর সঙ্গে দর্শকের পরিচয় করালেন কার্তিক, ভারি মজাদার কায়দায়। করণ আবার সেই ভিডিও শেয়ার করেছেন নিজের অ্যাকাউন্ট থেকে।

 

প্রসঙ্গত, ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দোস্তানা’ ছবির সিক্যুয়েলে কার্তিকের কথা ভেবেছিলেন করণ। মুক্তি পেয়েছিল ছবির পোস্টার। এমনকি, ছবির শুটিংও এগিয়েছিল বেশ কিছু দূর। তবে শেষপর্যন্ত শুটিংয়ের মাঝপথে এই ছবি থেকে সরে দাঁড়ান কার্তিক! শোনা যায়, নিজেই নিজেকে ‘তারকা’ তকমা দিয়ে বিপুল পরিমাণ পারিশ্রমিক দাবি করে বসেছিলেন কার্তিক। আর সেই অঙ্কের টাকা তাঁর পিছনে খরচ করতে তখন প্রস্তুত ছিলেন না করণ জোহর। ফলে আর একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি করণ ও কার্তিকের। 

 

উল্লেখ্য, কার্তিকের সত্যপ্রেম কি কথা’ ছবির স্ক্রিনিংয়ের সময় একই প্রেক্ষাগৃহে অভিনেতার সঙ্গে উপস্থিত ছিলেন করণ-ও। তখন থেকেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, সম্পর্কের বরফ গলছে দু'জনের মধ্যে।