‘দোস্তানা ২’-এ একসঙ্গে কাজ করার কথা ছিল কার্তিক আরিয়ান এবং করণ জোহরের। কিন্তু দু'জনের মধ্যে আভ্যন্তরীণ কিছু সমস্যা তৈরি হওয়ায় সেই ছবি এখনও বিশ বাঁও জলে। তবে এবার নিজেদের ব্যক্তিগত বিবাদ মিটিয়ে করণ জোহর ও কার্তিক আরিয়ান ফের জুটিতে। তবে করণের পরিচালনায় নয়, প্রযোজনায় ফিরছেন কার্তিক।
‘তু মেরি মে তেরা মে তেরা তু মেরি’ নামের রোমান্টিক ঘরানার ছবি নিয়ে আসছেন করণ জোহর। নায়কের ভূমিকায় কার্তিক আরিয়ান। কিন্তু কার্তিকের বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে, তা নিয়ে বেশ কিছু মাস ধরেই চলছিল নানা জল্পনা। প্রথমে শোনা গিয়েছিল, জাহ্নবী কাপুর এই ছবিতে অভিনয় করবেন।
পরে এও শোনা যায় শর্বরী বা শ্রীলীলাকে কার্তিকের নায়িকা হিসাবে দেখা যাবে। কিন্তু সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খবর এসেছিল, কার্তিকের বিপরীতে অভিনয় করবেন অনন্যা পাণ্ডে।
অনন্যা ও কার্তিক এর আগে ‘পতি পত্নী অর ও’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন। ২০১৯ সালের মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় কার্তিক এবং অনন্যার কেমিস্ট্রি বেশ ভালই লেগেছিল দর্শকদের। এক সময় দু'জনের সম্পর্কের খবরও শোনা যায়। তবে সে সম্পর্ক বেশিদূর এগোয়নি। কিন্তু এই ছবির খাতিরে প্রাক্তনকে জাপটে ধরে চুমু খেলেন কার্তিক!
কিছুদিন আগে করণ জোহর সমাজমাধ্যমে একটি ছবি ভাগ করেন, যেখানে কার্তিক এবং অনন্যাকে একটি পাসপোর্টের আড়ালে চুমু খেতে দেখা গিয়েছিল। এই ছবি দেখেই কৌতূহল ছড়িয়েছিল নেটিজেনদের মধ্যে। তবে জল্পনা শুরুর আগেই পোস্টের ক্যাপশনে সবটা খোলসা করেছিলেন করণ জোহর। এই ছবির সঙ্গে তিনি ভাগ করে নিয়েছিলেন ‘তু মেরি মে তেরা মে তেরা তু মেরি’-এর মুক্তির দিনক্ষণ। তখন জানা গিয়েছিল আগামী বছর ১৩ ফেব্রুয়ারি অর্থাৎ ২০২৬-এর ভালবাসা দিবসের আগেই মুক্তি পাবে এই ছবিটি। তবে এবার জানা যাচ্ছে, বদলেছে ছবি মুক্তির দিনক্ষণ।
